শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে পুলিশের এএসআই হত্যাকারীসহ মাদক পাচার চক্রের তিনজন গ্রেপ্তার

রাজু চৌধুরী:[২] চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় সিএমপি চান্দগাঁও থানার এএসআই কাজী মো. সালহউদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শনিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিসি (উত্তর) মো. মোখলেছুর রহমান এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান, উপ পুলিশ কমিশনার মো. মোখলেছুর রহমান। তিনি বলেন,, গাড়িচাপা দিয়ে পুলিশ হত্যা মামলার মূল আসামিসহ ৩ জনকে আটকের পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পথে বাধা হয়ে যে দাঁড়াবে থাকবে তাকে সরিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন, ঘটনার সময় ব্যবহৃত মাইক্রোবাস চালক মো. বেলাল (৩৪ ), মো. রাশেদ প্রকাশ রাসেল (২৬), সারোয়াতলী আহলা দরবার শরীফ কালু শাহ বাড়ির মৃত জাকের হোসেনের ছেলে সামশুল আলম (৬০)। চক্রটি রাঙামাটি থেকে মাদক এনে চট্টগ্রামসহ আশপাশের কয়েকটি জায়গায় সরবরাহ করে। তারা দীর্ঘ একবছর ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের নামে এর আগেও বিভিন্ন জায়গায় মাদকের মামলা রয়েছে এই চক্রের প্রতিটি সদস্যকে সনাক্ত এবং আইনের আওতায় আনা হবে বলেও জানান।

[৫] সিএমপি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, মাদক পরিবহনে ব্যবহার করা মাইক্রোবাসটি এবং সেটাকে স্কট করে আসা একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গাড়ি থেকে সাড়ে ৭শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

[৬] সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি দক্ষিণ) এবং সিএমপির জনসংযোগ কর্মকর্তা শাহ মো.আব্দুর রউফ, পাঁচলাইশ জোনের এসি শহীদুল ইসলাম, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক (এসআই) কাউছার হামিদ।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়