শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় এক যুগ ধরে পূর্বধলা ক্রিড়া সংস্থার কমিটি নেই

হাবিবুর রহমান:[২] নেত্রকোনার পূর্বধলায় প্রায় এক যুগ ধরে উপজেলা ক্রিড়া সংস্থার কমিটি নেই। সর্বশেষ ২০০৭ একটি কমিটি গঠিত হয়েছিল। কমিটির মেয়াদ শেষ হয় ২০১১ সালে। এ কারণে বিভিন্ন প্রতিযোগিতা যেমন আয়োজন করা সম্ভব হচ্ছে না, তেমনি সুুষ্ঠুভাবে ক্রিড়া কার্যক্রম পরিচালিত হচ্ছেনা। ক্রিড়া সংস্থার কমিটি না থাকায় ক্রিড়াঙ্গন জুড়ে স্থবিরতা বিরাজ করছে।

[৩] প্রাণহীন হয়ে পড়েছে পূর্বধলার ক্রিড়াঙ্গন। উপজেলার ক্রিড়াঙ্গন প্রেমীদের সাথে কথা বলে জানা গেছে, কর্তৃপক্ষ নতুন কমিটি গঠনের লক্ষে কোন উদ্যোগ না নেয়ার ফলে কমিটি গঠিত হয়নি। কমিটি থাকাকালে এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। প্রতিটি ইউনিয়নে গ্রাম ভিত্তিক ফুটবল, ভলিবল, ক্রিকেটসহ নানা খেলাধুলার আয়োজন করা হতো। শুধু তাই নয়, ক্রিড়া সংস্থার উদ্যোগে খেলোয়াড়দের জন্য প্রশিক্ষনের ব্যবস্থাও করা হতো।

[৪] ক্রিড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হতো। এ উপজেলার খেলোয়াড়রা জেলা বা বিভাগ পর্যায়ে যেতে পারছে না। কিন্তু কমিটি না থাকায় পূর্বধলার ক্রিড়াঙ্গন প্রাণহীন ও অভিভাবকহীন হয়ে পড়েছে। অবিলম্বে ক্রিড়া সংস্থার কমিটি গঠনের দাবী জানান তারা। উপজেলা ক্রিড়া সংস্থার মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন বলেন, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরীর জন্য উপজেলা ক্রিড়া সংস্থার কোন বিকল্প নেই।

[৫] দীর্ঘদিন ক্রিড়া সংস্থার কমিটি না থাকায় পূর্বধলার ক্রিড়াঙ্গন জুড়ে চরম স্থবিরতা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ঠদের সাথে বারবার আলোচনা করেও নতুন কমিটি গঠন করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, এমপি মহোদয়ের সাথে কথা বলে খুব শীঘ্রই উপজেলা ক্রিড়া সংস্থার কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

[৬] উল্লেখ্য, উপজেলা ক্রিড়া সংস্থায় ১০টি পদ রয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি। এছাড়া দু’জন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, দু’জন সহ-সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ৬টি সদস্য পদ রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়