শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ১০:০৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ৫০০ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ‘পাকা ঘর’

জহিরুল ইসলাম : [২] লক্ষ্মীপুর জেলায় ভূমিহীন ও গৃহহীন (২য় পর্যায়) ৫০০টি পরিবারকে জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর করছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

[৩] এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া বলেন, ‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান কার্যক্রম গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ১ম পর্যায়ে প্রধানমন্ত্রী চলতি বছরের ২৩ জানুয়ারি সারাদেশে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

[৪] তখন সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলায় ১ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলোকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২০ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২য় পর্যায়ের এ কার্যক্রম উদ্বোধন করবেন।

[৫] এ কার্যক্রমে লক্ষ্মীপুর জেলার ৪টি উপজেলার ৫০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর প্রদান করা হবে। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ৩৫০টি, সদর উপজেলায় ৫০টি, রায়াপুর উপজেলায় ৫০টি, রামগঞ্জ উপজেলায় ৫০টিসহ সর্বমোট ৫০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে।

[৬] সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া বলেন, যে ঘরগুলো দেওয়া হচ্ছে সেগুলোতে ২টি বেডরুম, ১টি রান্না ঘর, বারান্দা, বাথরুম রয়েছে। এছাড়াও ১০টি ঘরের জন্য একটি করে ডিপ টিউবওয়েল দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে একটি ঘর নির্মাণকাজ সম্পন্ন করতে ১ লাখ ৭১ হাজার টাকা খরচ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা প্রতিটি ঘরের জন্য খরচ হয়েছে। বিশেষ এই প্রকল্পের উপকারভোগী বাছাই নীতিমালা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সাথে করা হয়েছে। এরপরও কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

[৭] এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়