শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ, হাসপাতালে বাড়ছে রোগী

মিনহাজুল আবেদীন : [২] রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে ঢাকার বাইরে থেকে আসা করোনা রোগীর। শনাক্তের হারও দ্বিগুণ। অতি সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পরার শঙ্কা দেখা দিয়েছে।

[৩] জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংক্রামক রোগ আইন ও স্বাস্থ্যবিধি না মানায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।

[৪] ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, পনেরদিন আগেও আমাদের যে অবস্থা ছিলো তা অনেক ভালো ছিলো। তখন আমাদের হাসপাতালে করোনা রোগীর সংখ্যা দিন দিন কমেছে। কিন্তু কয়েকদিনের মধ্যে আবারও বাড়তে শুরু করেছে করোনা রোগী। গত দুইদিনে আমরা প্রায় ৩০ জনের মতো করোনা রোগীকে ভর্তি করেছি।

[৫] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. ফজলে রাব্বী চৌধুরী বলেন, জেলার হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দেয়ায় তারা রোগী নিয়ে রাজধানীতে চলে আসছে। সংক্রমণ অনেক ছড়িয়ে পড়েছে। আমরা একটা বড় ঝুঁকির মধ্যে আছি।

[৬] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজীর আহমেদ বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট ছাড়ানোর কথা তা ছড়াবেই। ভারতের অভিজ্ঞতা অনুযায়ী এটা আরও ছড়াবে। যদি এভাবে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের সামাল দেয়ার মতো সামর্থ্য নেই। সংক্রমণ প্রতিরোধ না করতে পারলে স্বাস্থ্যবিভাগ কখনোই আমাদের ভালোভাবে চিকিৎসা দিতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়