এম.ইউছুপ রেজা: [২] চট্টগ্রামে ১৮ জুন (শুক্রবার) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী কেডিএস পাম্প এর সামনে সিএনজি অটোরিক্সা ও দুটি বাসের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।
[৩] এতে আহত হয়ে হয়েছে অন্তত ২০ জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
[৪] সিএনজি-অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে দ্রুতগতির বিআরটিসি বাস ও লোকাল বাসের ত্রিমুখী সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় যাত্রীবাহী বিআরটিসির বাস, সিএনজি ও লোকাল বাসটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে।
[৫] তবে তাৎক্ষনিক আহত-নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ ও ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ারুল আজিম ঘটনাস্থল থেকে জানান, শুক্রবার দুপুরের পর শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি সিএনজি-অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে দ্রুতগতির বিআরটিসি বাস ও
লোকাল বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাসের সামনে থাকা ৩ জন লোক ঘটনাস্থলেই মারা যান। বেলা ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
সম্পাদনা : মারুফ
আপনার মতামত লিখুন :