শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলোচিত মাদক আইস সিন্ডিকেটের হোতাসহ গ্রেপ্তার ৬

সুজন কৈরী: [২] রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আলোচিত মাদক আইস সিন্ডিকেটের মূল হোতা তৌফিক হোসাইনসহ (৩৫) ছয় জনকে আইসসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক অন্যরা হলেন- জামিরুল চৌধুরী ওরফে জুবেইন (৩৭), আরাফাত আবেদীন ওরফে রুদ্র (৩৫), রাকিব বাসার খান (৩০), সাইফুল ইসলাম ওরফে সবুজ (২৭) ও খালেদ ইকবাল (৩৫)।

[৩] র‌্যাব জানায়, সম্প্রতি র‌্যাব-৩ একটি দল জানতে পারে, একটি চক্র ‘মেথ ল্যাব’ তৈরি করে ভেজাল আইস, ইয়াবার রং পরিবর্তন, ঝাক্কি মিক্স বা ঝাক্কি বা ককটেল মাদক তৈরি করছে। পরে এ ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত র‌্যাব-৩ এর দলটি উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মূলহোতাসহ চক্রের ৬ জনকে আটক করে।

[৪] অভিযানকালে আটকদের কাছ থেকে আইস, ইয়াবা, বিদেশি মদ, গাঁজা এবং ১৩টি বিদেশি অস্ত্র এবং রেপ্লিকা অস্ত্র ও অন্যান্য ইলেক্ট্রিক শক যন্ত্র, বিপুল পরিমান মাদক সেবনের সরঞ্জামাদিসহ ল্যাবরেটরির (মেথ ল্যাব) সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

[৫] শুক্রবার বিকেলে রাজধানীর কাওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চক্রটি সাম্প্রতিক সময়ে উত্তরায় একটি ‘মেথ ল্যাব’ তৈরির চেষ্টা করছিল। ল্যাবটি মূলত আটক আরাফাত রুদ্র ও তার কয়েকজন সহযোগী পরিচালনা করতেন। তারা আইস ও ইয়াবার পরিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তারা বাজার হতে বিভিন্ন ওষুধ ও কেমিক্যাল মাদকের সাথে মেশাতো। তারা পাতন পদ্ধতি ভেজাল দ্রব্য মিশিয়ে আইসের পরিমান বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ইয়াবার রং পরিবর্তন এবং ‘ঝাক্কি’ তৈরি করত। ‘ঝাক্কি’ তৈরিতে তারা তরল পানীর সাথে ইয়াবা, ঘুমের ওষুধ ও অন্যান্য নেশাজাতীয় ওষুধের তরল মেশাতো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তারা ভেজাল ও পরিশুদ্ধ উভয় প্রকার আইস সরবরাহ ও নিজেরাও সেবন করতেন। এছাড়া মাদকদ্রব্য সেবনের জন্য তারা উত্তরায় একটি বাইং হাউজের নামে বাসা ভাড়া করে গোপনে মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন।

[৬] ওই বাসায় সেবনকারী সিন্ডিকেটের একই ‘রিং’ বা পরিচিতরা আশা যাওয়া করতেন। তারা অন লাইনে বিভিন্ন কনটেন্ট থেকে মেথ ল্যাব সম্পর্কে জানতে পারেন। ওই ব্যবসার মূলহোতা ও সমন্বয়কারী তৌফিক। অর্থ যোগানদাতা আটক জুবেইন ও খালেদ। আটক রুদ্র কেমিষ্ট হিসেবে ল্যাবটি পরিচালনা করতেন। আটক সবুজ সংগ্রহ সরবরাহকারী এবং তৌফিকসহ বাকিরা সকলেই মাদক বিপননের সঙ্গে জড়িত ছিল। এ চক্রে আরও ১০-১৫ জন রয়েছে।

[৭] র‌্যাব জানায়, আটক জুবেইন লন্ডন থেকে বিবিএ, তৌফিক বেসরকারী ইউনিভার্সিটি থেকে বিবিএ, খালেদ বেসরকারী ইউনিভার্সিটি থেকে এমবিএ, রুদ্র ও সাইফুল এইচএসসি পাশ করার পর ড্রপ আউট এবং খালেদ বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে অধ্যায়নরত। আটক রুদ্রের নামে ৩টি মাদক মামলা রয়েছে এবং জুবেইনের নামে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে জানা গেছে।

[৮] র‌্যাব কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত ইয়াবা সেবনে তারা চরম আসক্তির পর্যায়ে পৌঁছায়। পরে আসক্তির মাত্রা বাড়াতে বিগত চার থেকে পাঁচ বছর ধরে তারা আইস গ্রহণ শুরু করেন। আটকরা বিভিন্ন সময়ে উঠতী বয়সী তরুণ-তরুণীদের নেশায় উদ্বদ্ধ করতো। ক্ষেত্র বিশেষে গোপন ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করতেন। এছাড়া তারা অস্ত্র দিয়ে ‘এমিং গেম’ জুয়া খেলতেন।

[৯] আটকরা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের অংশ এবং সকলেই আইস গ্রহণে মারাত্মকভাবে আসক্ত।

[১০] জিজ্ঞাসাবাদে আরও কিছু সিন্ডিকেট এবং এই মাদকের সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তারা সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন। ওই সিন্ডিকেট এবং অন্যান্য আইস গ্রহণকারীদের বিরুদ্ধে র‌্যাবের সাড়াশী অভিযান চলছে এবং চলবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়