শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে ৪ শিশু কন্যা সাথে নিয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

রিয়াজুর রহমান : [২] আমার স্বামীর কোনো শত্রু আছে বলে আমার মনে হচ্ছে না । তারপরও ব্যবসায়ীক কারণে তাকে কেউ অপরহরণ যদি করে থাকে প্রশাসন আন্তরিক হলে তার খোঁজ পাওয়া সম্ভব হবে।

[৩] শুক্রবার (১৮ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলার আনোয়ারা ৮নং দক্ষিণ বারশত এর বাসিন্দা নিখোঁজ স্বামী প্রণব কান্তি নাথের সন্ধান চেয়ে স্ত্রী সঞ্জু রাণী দেবী এসব কথা বলে।

[৪] এসময় সঞ্জু রাণী দেবী অভিযোগ করে বলেন- আমার স্বামী গত ৩০ মে রাত ৮ টা থেকে নিখোঁজ রয়েছেন । এরপর থেকেই প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে এখন আমরা চরম , অসহায় হয়ে পড়েছি ।

[৫] আমার স্বামী প্রণব কান্তি নাথ বারশত কালিবাড়ি বাজারের মেসার্স প্রণব ষ্টোর নামে একটি মুদির দোকান পরিচালনা করেন । তিনি গত ৩০ মে দুপুর ২ টায় তার পরিচিত সিএনজি অটোরিকশা চালক একই এলাকার আবুল বশরের ছেলে মােহাম্মদ মিজানুর রহমানের গাড়িতে করে আনােয়ারা উপজেলা সদরের বিভিন্ন খুচরা দোকানদারের সাথে ব্যবসায়ীক যােগাযােগ করেন । ওই দিন রাত ৮ টার দিকে আনােয়ারা চাতুরী চৌমহনী বাজারের ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে সিএনজি চালককে টাকা পরিশােধ করে চট্টগ্রাম মহানগরের পণ্য কিনতে যাবেন বলে আমাদেরকে মােবাইলে জানান ।

[৬] এরপর আমার স্বামীর মােবাইল নম্বর ০১৮৩৪ ৮৭২০১৩ এ কল দিলে তাঁর মােবাইল বন্ধ পাওয়া যায় । রাত বাড়তে থাকলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি । রাতে তার ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন লােকজনের সঙ্গে যােগাযােগ করেও তার সন্ধান পাওয়া যায়নি ।

[৭] তিনি বলেন, গত ২ জুলাই আনােয়ারা থানায় একটি নিখােজ ডায়েরি করি । পরে পুলিশ মােবাইল ট্রেকিং করে দেখেছে চট্টগ্রামের আনােয়ারা থেকে শহরের পথে পটিয়া এলাকায় সর্বশেষ আমার স্বামীর মােৰাইল সচল ছিলাে বলে জানান । তবে তারাও গত ২০ দিন অতিবাহিত হলেও আমার নিখােজ স্বামীর খোঁজ দিতে পারেননি ।

[৮] কান্না জড়িত কন্ঠে তিনি আরও বলেন, প্রতিদিন সকাল থেকে রাত হয় । বাবার ফেরার আশায় আমার ছােট ছােট ৪ কন্যা সন্তান অস্থির হয়ে আছে । তারা বাবার শােকে অসুস্থ হয়ে পড়েছে । আমার সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে সানি , কেজি টু তে পড়ুয়া এ্যানি , প্লে - তে পড়ুয়া পূণিমা ও ৩ বছরের শিশু পুস্পিতার চোখের দিকে থাকানাে যাচ্ছে না । বাবার জন্য রাত দিন তারা কাঁদছে ।

[৯] সংবাদ সম্মেলনে সঞ্জু রাণী দেবী স্বামীকে উদ্ধারে প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী , আইজিপি , চট্টগ্রাম পুুুলিশ সুপার ,স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

[১০] সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন, নিখোঁজ প্রণব কান্তি নাথের চার শিশু কন্যা, ভাই, ভাতিজা ও ভাগিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়