শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০২:৩৫ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরাজুল ইসলাম: ম্যারাডোনা তার সেরা সময়ে জাতীয় দলে যোগ্য সঙ্গী হিসেবে অনেককেই পেয়েছিলেন, কিন্তু লিউনেল মেসি?

মিরাজুল ইসলাম: ম্যারাডোনা তার সেরা সময়ে জাতীয় দলে যোগ্য সঙ্গী হিসেবে অনেককেই পেয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বুরুচাগা, ভালদানো, পাসকেলি, রুগেরী, বাতিস্তা, ব্রাউন, ক্যানিজিয়া। তারা জিতেছিলো বিশ্বকাপ ও কোপা আমেরিকা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু মেসি? সমমানের তো দূরের কথা, ঠিক সময়ে গোলমুখে তাকে বল যোগান দেবার জন্য কিংবা তার বানিয়ে দেয়া বল কাজে লাগাতে কাউকে খুঁজে পাওয়া যায় না।

২০১০ বিশ্বকাপে একমাত্র তেভেজের সঙ্গে মেসির কিছুটা বোঝাপড়া গড়ে উঠেছিল। কিন্তু দিয়াগোর ক্ষ্যাপাটে কোচিং সব সম্ভাবনা বরবাদ করে দিয়েছিলো। মাঝে ২০১৬ সালের দিকে কোপায় ব্যর্থতার পর কথা উঠেছিল মেসির বিকল্প হিসেবে তাকে বাদ দিয়ে জাতীয় দল গড়া যায় কিনা। সিজার লুই মেনেত্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো আর্জেন্টিনার শিরোপা খরা কাটাতে। কিছু একটা করার জন্য।

কিন্তু ঘুরেফিরে সবাইকে মেসির ওপরই নির্ভর করতে হয়েছিলো। ম্যারাডোনা জাতীয় দলে মেসির অপরিহার্যতার বিষয়ে বলেছিলেন, I can't remember having seen Lionel Messi play badly. There are players who have been touched by a magic wand. We Argentines are proud that Lionel Messi is Argentinian. এখন যা করার মেসিকে একাই করতে হবে। অতীত ও বর্তমানে ফুটবল ইতিহাসে মেসির মতো এমন চাপ নিয়ে কোন ফুটবলার জাতীয় দলে খেলে নি, খেলছে না এবং ভবিষ্যতেও খেলবে না।

লেখক ও চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়