শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগীর চাপ কমাতে সপ্তাহে ১ দিন নিজ এলাকায় রোগীদের সেবা দিন: বিএসএমএমইউ উপাচার্য

শাহীন খন্দকার: [২] অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকাসহ শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে নিজ এলাকায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা প্রয়োজন। বৃহস্পতিবার বিএসএমএমইউর এ ব্লকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের আয়োজিত ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন।

[৩] এসময়ে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ যে সকল চিকিৎসকদের গ্রামের বাড়ি সীমান্তবর্তী অঞ্চলে তাঁরা সেখানে গিয়ে নিজ এলাকার রোগীদের জীবন বাঁচাতে চিকিৎসাসেবা প্রদান করতে পারেন। তিনি বলেন, যে সকল চিকিৎসকদের বাড়ি সীমান্তবর্তী অঞ্চলে তাঁরা নিজ নিজ এলাকায় রোগীদের চিকিৎসাসেবা দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

[৪] বিবৃতিতে জানানো হয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎতের সময়ে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করোনা রোগীদের চিকিৎসাসেবায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী চিকিৎসা সেবারমান বৃদ্ধিসহ চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে বর্তমান সরকার গবেষণায় যে অর্থ বরাদ্দ দিয়েছে তা যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়