শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমালোচনা করা লোকের কাজ, আমার কাজ কঠোর পরিশ্রম করা: অজিঙ্কা রাহানে

স্পোর্টস ডেস্ক : [২] গোটা ভারতের মানুষের কাছেই ক্রিকেট একটি আবেগের নাম। তাইতো ক্রিকেটারদের যেমন মাথায় তুলে রাখেন ভক্তরা, ঠিক তেমনি একটু পান থেকে চুন খসলেই কড়া সমালোচনার শিকার হতে হয় তাদের। তবে তা নিয়ে কোনও মাথা ব্যথা নেই ভারতের টেস্ট সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের। বরং নিজের সাফল্যের পিছনে এই সমালোচনাকেই কৃতিত্ব দিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার।

[৩] আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে সর্বাধিক রান করেছেন অজিঙ্কা রাহানে। বিরাট কোহলির অনুপস্থিতিতে তার অধীনেই সেই চোট জর্জরিত দলটাই ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতেছে।

[৪] তবু পার্ফরমেন্সে একটু এদিক সেদিক হলেই ভক্ত এবং ক্রিকেট পন্ডিতদের সমালোচনার মুখে পড়তে হয় অজিঙ্কা রাহানেকে। তিনি বলেন, আমি সত্যিকার অর্থে সমালোচনা নিয়ে ভাবি না। লোকেরা যদি আমাকে সমালোচনা করে, তবে এটি তাদের জিনিস এবং এটি তাদের কাজ। আমি এই সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। আমার জন্য যেটা সর্বদা নিয়ন্ত্রণযোগ্য সেটা হলো আমার সেরাটা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করা এবং এই প্রক্রিয়া অনুসরণ করা। তাহলেই একাই ফলাফল আসবে।

[৫] তিনি আরও বলেন, আমি হাসিমুখেই সমালোচনা মেনে নিতে প্রস্তুত। আমি মনে করি, সমালোচনার জন্যই আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি। লোকেরা আমার সমালোচনা করুক বা না করুক আমি সর্বদা সেরাটা দিতে চাই। আমার জন্য, আমার দেশের পক্ষে আমার সেরাটা দেওয়া এবং প্রতিটি সময় ব্যাটার অথবা ফিল্ডার হিসাবে অবদান রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

[৬] উল্লেখ্য, শুক্রবার ১৮ জুন সাউদাম্পটনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অজিঙ্কা রাহানেদের ভারত। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়