শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৪:৩৯ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম ও মুশফিকসহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ছে

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] বছরের ষষ্ঠ মাস গড়ালেও এখনও ২০২১ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ জুন অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড সভা। সেখানে বিসিবি সভাপতি অনুমোদন দিয়েছেন নির্বাচকদের গড়া চুক্তির তালিকার। তবে কিছু বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, যার যথাযথ উত্তর পেলে তবেই তালিকা প্রকাশ করবে ক্রিকেট অপারেশন্স বিভাগ।

[৪] বৃহস্পতিবার (১৭ জুন) গণমাধ্যমের সাথে আলাপকালে আকরাম জানান, বোর্ড সভার পর নির্বাচকদের সাথে বসে আমাদের কিছু জানার বিষয় ছিল, সেগুলো জেনেছি। দুই-একদিনের মধ্যে আমরা খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। তারা কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী তা জানার সাথে সাথে চুক্তি চূড়ান্ত করে ফেলবো।

[৫] করোনাকালীন পরিস্থিতিতে অনেক বোর্ড খেলোয়াড়দের পারিশ্রমিক কমিয়েছে। তবে উল্টো পথে বিসিবি। আকরাম জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে তিনি খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানোর অনুরোধ করেছিলেন। বোর্ড সভাপতি সেই অনুরোধ রাখায় খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ছে ১০ থেকে ২০ শতাংশ।

[৬] আকরাম বলেন, এই পরিস্থিতিতে অন্য বোর্ডগুলো পারিশ্রমিক কমাচ্ছে। সেখানে আমি আমাদের মাননীয়বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম। উনি বলেছেন পারিশ্রমিক ১০ থেকে ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। মৌখিক অনুমোদন নিয়েছি। একেকজনের ক্ষেত্রে একেক রকম, তবে ১০ থেকে ২০ শতাংশ সবারই বাড়ছে। - ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়