শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় কষ্টিপাথর সহ র‍্যাবের হাতে আটক ৬

প্রমথ রঞ্জন:[২] গোপালগঞ্জের কোটালীপাড়ায় কষ্টিপাথর সহ চোরাকারবারি চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব। র‍্যাব-৮ মাদারীপুর কোম্পানীর একটি বিশেষ দল কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের চোরা কারবারী পিযুষ বাড়ৈর বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি ৭৮০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথর সহ ৬ জনকে আটক করে।

[৩] এ সময় র‍্যাব সদস্যরা কষ্টি পাথর ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৮টি মোবাইল, ১০টি সীমকার্ড ও নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করে।কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

[৪] আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের প্রেম চাঁদ বাড়ৈর ছেলে পিযুষ বাড়ৈ(৫০), একই উপজেলার উনশিয়া গ্রামের গৌরাঙ্গ কর্মকারের ছেলে গোবিন্দ কর্মকার(২৭), বুরুয়া গ্রামের অমল গাইনের ছেলে মহাদেব গাইন(২৪), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের মৃত দেবেন্দ্র নাথ মোড়লের ছেলে প্রশান্ত কুমার মোড়ল ওরফে কির্ত্তনীয়া (৬০), একই গ্রামের গৌরাঙ্গ বালার ছেলে কাশী বালা (৩৭) এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কোলচরী স্বস্থাল গ্রামের মৃত মোমিন উদ্দিন মোল্লার ছেলে মোঃ নান্নু মোল্লা (৪৫)।

[৫] কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মূল্যবান কষ্টি পাথর ক্রয় বিক্রয়ের সময় হাতে নাতে ৬ চোরাকারবারীকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৪ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথর, কষ্টি পাথর ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৮টি মোবাইল সেট, ১০টি সীমকার্ড ও ক্রয় বিক্রয়ের নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

[৬] আটক আসামীরা চোরাকারবারী, দালাল, প্রতারক, প্রকৃতির বলে কলাবাড়ি গ্রামবাসী র‍্যাবকে জানিয়েছে। আটক আসামীরা জিজ্ঞাসাবাদে দেশের মূল্যবান কষ্টি পাথর চোরাচালানের উদ্দেশ্যে দেশের বাইরে পাচারে লিপ্ত রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষকে চাকরি, ব্যবসা ও ঠিকাদারী কাজ পাইয়ে দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে বলে স্বীকার করেছে।

[৭] এছাড়া তারা বিভিন্ন প্রতারণার কাজে জড়িত রয়েছে বলেও র‍্যাবকে জানিয়েছে।ওই কর্মকর্তা আরো জানান বৃহস্পতিবার কষ্টিপাথর সহ আটক ৬ চোরাকারবারীকে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়