শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজস্ব মহাকাশ কেন্দ্রে প্রথমবারের মতো নভোচারী পাঠালো চীন

লিহান লিমা: [২] বৃহস্পতিবার সকাল ৯টা ২২ মিনিটে চীনের শেনজৌ ১২নং মানববাহী নভোযানটি মহাকাশে পাঠানো হয়েছে। তিনজন মহাকাশচারীসহ নভোযানটি নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে। মহাকাশচারীরা হলেন ক্রু কমাÐার নিয়ে হাই শেং (৫৬), লিউ বো মিং (৫৪) ও থাং হুং বো (৪৫)। হাইশেং এ নিয়ে তৃতীয়বার মহাকাশে যাচ্ছেন। থাং হুং বোর এটিই প্রথম মহাকাশ যাত্রা। রয়টার্স

[৩]এই নভোযানটি লংমার্চ ২নং এফ-ইয়াও ১২ রকেটের মাধ্যমে চীনের চিউ ছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়েছে। চীনের স্পেস প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর চেন শানগুয়াং বলেন, নির্বিঘœ উৎক্ষেপণ হয়েছে। তবে এটি সবেমাত্র প্রথম পদক্ষেপ। আরও অনেক চ্যালেঞ্জ বাকি।’

[৪]এটি চীনের তিয়ানহে মহাকাশ কেন্দ্রের প্রথম মনুষ্যবাহী অভিযান। মহাকাশচারীরা মহাকাশ কেন্দ্রে তিন মাস থাকবেন। এ সময়ে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা, মেরামত কাজসহ মহাকাশ কেন্দ্রটিকে আরও দুটি মডিউল যোগ করার জন্য প্রস্তুত করে তুলবেন।

[৫]যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ইউরোপ ও জাপানের যৌথভাবে তৈরি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) চীনের ব্যবহারে ওয়াশিংটন বাধা দিলে ক্ষুদ্ধ বেইজিং নিজেই মহাকাশ কেন্দ্র তৈরি প্রকল্প হাতে নেয়। আইএসএসের মেয়াদ ২০২৪ সালে শেষ হয়ে যাবে। তবে নাসা বলছে, ২০২৮ সাল পর্যন্ত একে ব্যবহার করা যাবে।

[৬] ২০২২ সালের মধ্যেই স্টেশনটি কার্যকর হবে বলে মনে করছে চীনা মহাকাশ সংস্থা। আইএসএসের চেয়ে অনেক ছোট তিয়ানহে আগামী ১০ বছর তার কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
[৭]গত ৬ মাসে মহাকাশ গবেষণায় বেশ কিছু সাফল্য পেয়েছে চীন। চাঁদের মাটি ও পাথর সংগ্রহ, মঙ্গলে রোবট প্রেরণ করেছে দেশটি। আগামী এক থেকে দেড় বছরে চীন মহাকাশে আরো ১১টি অভিযানের পরিকল্পনা নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়