শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে মিজানুরের দুর্দান্ত সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক: [২] অবশেষে অপূর্ণতা পূর্ণ হলো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টির চলতি আসরে। প্রথম পর্বের শেষ রাউন্ডে গিয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন মিজানুর রহমান। বৃহস্পতিবার ১৭ জুন বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ব্রাদার্স ইউনিয়নের এই ওপেনার-অধিনায়ক।

[৩] চলতি ডিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন মিজান। ৯ম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে এই সেঞ্চুরি করলেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। ১৩ চার ও ৩ ছয়ে ৬৫ বলে সেঞ্চুরি উদ্করেন তিনি। ঘরোয়া ক্রিকেটের এই আসরে মিজান ইতিমধ্যে খেলে ফেলেছেন পঞ্চাশোর্ধ্ব চারটি ইনিংস।

[৪] সেই সঙ্গে লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের মাইলফলকেও পা রাখলেন তিনি। শেখ জামালের বিপক্ষে ম্যাচটিতে ৮২তম রান নেওয়ার পথে ৪০০ রানের ঘরে পা রাখেন মিজান।

[৫] বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ হওয়ার আগে ১৭ ওভারে ২ উইকেটে ১৩৩ রান করেছে ব্রাদার্স। ৬৫ বলে ১০০ রানে অপরাজিত আছেন মিজান।

[৬] মিজানুরের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ। এদের মধ্যে তিন সেঞ্চুরি নিয়ে সবার ওপরে তামিম। ঘরোয়া ক্রিকেটে দুই সেঞ্চুরির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে একটি সেঞ্চুরি আছে এই টাইগারদের এই ড্যাশিং ওপেনারের। দ্বিতীয় স্থানে আছেন শান্ত। তার দুই সেঞ্চুরিই এসেছে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়