শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথিবীর সম্ভাব্য তৃতীয় বৃহৎ ডায়মন্ডের ওজন ১ হাজার ৯৮ ক্যারেট, প্রদর্শনী চলছে দক্ষিণ আফ্রিকায়

সুমাইয়া ঐশী: [২] বোটসোয়ানা হলো আফ্রিকার হিরা সরবরাহকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ। দক্ষিণ আফ্রিকার এ দেশটিতেই চলছে হিরাটির প্রদর্শনী। এটি দেবসোয়ানায় আবিষ্কার করা হয়েছে সম্প্রতি। তবে এখনো এর কোনো নাম নির্ধারণ করা হয়নি। বিবিসি

[৩] এনিয়ে দেবসোয়ানার হিরা কোম্পিানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লিনেট আর্মস্ট্রং বলেন, গত ৫০ বছরের মধ্যে দেবসোয়ানায় পাওয়া এটি সবচেয়ে বড় আকৃতির হিরা। তিনি আরো বলেন, আমাদের প্রাথমিক পরীক্ষায় মনে হচ্ছে, এটি বিশ্বের তৃতীয় বৃহৎ হিরা। দ্য গার্ডিয়ান

[৪] দেবসোয়ানার সরকার এবং বিশ্বের জায়েন্ট ডায়মন্ড কোম্পানি ডি বেয়ার্সের মধ্যে একটি যৌথ চুক্তি আছে। সে অনুয়ায়ী এই অঞ্চলে পাওয়া ডায়মন্ড বিক্রির ৮০ শতাংশ অর্থ রাজস্ব আকারে দেশটির রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হবে। করোনার কারণে এতে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে দেবসোয়ানা। তবে এ ডায়মন্ড আবিষ্কার এই ক্ষতি পুষিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। আল জাজিরা

[৫] বিশ্বের তিনটি বড় ডায়মন্ডই আবিষ্কৃত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ১৯০৫ সালে এখানে ৩ হাজার ১০৬ ক্যারেটের হিরা পাওয়া যায়। এটি এখন পর্যন্ত পাওয়া বিশ্বের সবচেয়ে বড় হিরা। এরপর ২০১৫ সালে পাওয়া যায় দ্বিতীয় বৃহৎ ডায়মন্ড ‘লা রোনা’। এর ওজন ১ হাজার ১০৯ ক্যারেট। এরপরই তৃতীয় স্থান দখল করতে পারে নতুন আবিষ্কৃত হিরাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়