শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুইটারের বিরুদ্ধে ধর্মীয় উস্কানির অভিযোগ এনে মামলা করেছে ভারত

সাখাওয়াত হোসেন:[২] ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার মঙ্গলবার রাতে এ মামলা করে। টুইটারের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। এর আগে থেকেই ভারতের সঙ্গে টুইটারের বেশ কিছু বিষয় নিয়ে মতবিরোধ চলছিলো। এনডিটিভি, ডয়চে ভেলে

[৩] গত ৫ জুন উত্তর প্রদেশে সামাদ নামের একজন মুসলিমকে ‘জয় শ্রীরাম’ ও ‘বন্দে মাতরম’ বলতে বলা হয়। ঐ মুসলিম এটি বলতে অস্বীকৃতি জানালে তাকে চড়-থাপ্পড় মারা হয়েছিলো এবং তার দাড়ি কেটে ফেলার অভিযোগও আসে। এই ঘটনার ভিডিও ধারণ করে পোস্ট করা হয়েছিলো টুইটারে।

[৪] এরপর সরকারকে সমালোচনা করে ঐ ভিডিওতে বেশ কিছু টুইটার ব্যবহারকারী মন্তব্য করে। ফলে টুইটার কর্তৃপক্ষকে এই ভিডিও সরিয়ে নিতে সরকার চাপ দিলেও টুইটার তাতে সাফ অস্বীকৃতি জানায়।

[৫] ভারত সরকার টুইটারের কাছে দাবি জানিয়েছিলো, যেকোনো তথ্য সরকারকে প্রদান করে সহযোগিতা করতে হবে। সরকারের একজন প্রতিনিধিও টুইটারে নিয়োগ দিতে হবে। এই প্রস্তাবে অস্বীকৃতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে, এটি সম্পূর্ণ বাকস্বাধীনতায় হস্তক্ষেপ।

[৬] উত্তরপ্রদেশ রাজ্য সরকার বলছে, অন্যান্য সামাজিক মাধ্যমগুলো ভারত সরকারকে সহযোগিতা করলেও টুইটার তা করছে না। তাই রাজ্য সরকার আইনের আশ্রয় নিয়েছে।

[৭] এ ঘটনায় টুইটার কর্তৃপক্ষ ছাড়াও বেশ কয়েকজন সাংবাদিক ও কংগ্রেস নেতাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ এনে এফআইআর দায়ের করেছে পুলিশ।

[৮] তবে এ ঘটনায় বিরোধী দল ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েছে সরকার। তাদের দাবি, সরকার নিজেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়