শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেনেভা সম্মেলনকে সফল বললেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতভেদ রয়েই গেছে

সাকিবুল আলম: [২] পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এবং অতীতের উত্তেজনাপূর্ণ সময়ে বহিষ্কৃত কূটনীতিকদের স্বপদে ফেরানোর প্রশ্নে দু’দেশ একমত হয়েছে। প্রতিবেশী দেশ ইউক্রেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকেও সহজভাবে নিয়েছেন পুতিন। তবে উভয়পক্ষই অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বিবিসি

[৩] বাইডেনের সঙ্গে চার ঘণ্টার বেশি সময় আলোচনা শেষে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমি মনে করি না বাইডেনের সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা রয়েছে।

[৪] ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি না, এ বিষয়ে আলোচনা করার মতো কিছু আছে।

[৫] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট পুতিনকে বুঝতে হবে আমি কী বলি, কেনো বলি। আমি কী করি, কেনো করি। যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানবে, এমন সব কাজের ক্ষেত্রে আমি কী রকম প্রতিক্রিয়া জানাবো, তাকে বুঝতে হবে।

[৬] বাইডেন আরো বলেন, তার এজেন্ডার মধ্যে রয়েছে, কোভিডের বিরুদ্ধে লড়াই, অর্থনীতি পুনরুদ্ধার, বিশ্বজুড়ে মৈত্রীজোটগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং সর্বোপরি মার্কিন জনগণের সুরক্ষা প্রদান।

[৭] সম্মেলনে রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক প্রতিপক্ষ আলেক্সেই নাভালনিকে নির্যাতন ও অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়ার অভিযোগ করেন বাইডেন।

[৮] পুতিন আত্মপক্ষ সমর্থন করে বলেন, নাভালনি স্পষ্টভাবে রুশ আইন লঙ্ঘন করেছেন। তাই প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হয়েছে। নাভালনির নাম উল্লেখ না করে তিনি বলেন, এই লোকটি ভালো করেই জানে সে রাশিয়ার আইন ভঙ্গ করেছে। রুশ আইন অনুযায়ী সে ইতোমধ্যেই দুইবার অপরাধী সাব্যস্ত হয়েছে।

[৯] পাল্টা অভিযোগ হিসেবে পুতিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনের পর ক্যাপিটাল ভবনে দাঙ্গা এবং ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের বিষয়টি তুলে ধরেন। তিনি ‘গণতন্ত্রের বুলি আওড়ানো’ যুক্তরাষ্ট্রের নগ্ন সাম্প্রদায়িকতা এবং প্রবল বর্ণবৈষম্যের সমালোচনা করেন।

সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়