শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০১:৪০ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডব: রিমান্ড মঞ্জুরের কথা শুনে অসুস্থ হয়ে হাসপাতালে মুফতী আবদুল হক

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়ে তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতী আবদুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩ দিনের রিমান্ড মঞ্জুরের কথা শুনে আদালতে অচেতন হয়ে যান মুফতী আবদুল হক।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬-২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ব্যাপক তাণ্ডব চালানোর ঘটনায় মুফতী আবদুল হককে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বুধবার বিকেলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

[৪] রিমান্ড শুনানিকালে আব্দুল হক উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের হয়ে বাইরে টেবিলের উপরে আসরের নামাজ আদায় করেন। নামাজের ভিতরে সে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[৫] হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, উনার প্রেসার-ডায়াবেটিক ভালো আছে। রোগীর বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে চিন্তায় এমন হতে পারে। বর্তমানে উনি সুস্থ আছেন।

[৬] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আব্দুল হক রিমান্ড মন্জুরের কথা শুনে অচেনতার বান ধরেছেন। হাসপাতালে যাওয়ার পর আজকে রিমান্ডে নেওয়া হবে না শুনে তিনি স্বাভাবিক হয়ে উঠেছেন। পরে তাকে আবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ১৩টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়