শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেড়িবাঁধের দাবিতে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহজাদা

মনিরুল ইসলাম: [২] দুর্যোগকবলিত উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধ। কিন্তু বাঁধ না হওয়ায় ভয়াবহ ঝুঁকিতে আছে ওই অঞ্চলের জীবন-জীবিকা। সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের পর ত্রাণ দিতে গেলে তারা ত্রাণের পরিবর্তে দাবি জানিয়েছে। জনগণের সেই প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তৃতা করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। সংসদে বুকে প্লাকার্ড ঝুলিয়ে বক্তৃতার এমন দৃশ্য নিকট অতীতে দেখা যায়নি।

[৩] বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বক্তৃতার শেষ পর্যায়ে তিনি বেড়িবাঁধ নিয়ে কথা বলেন। এক পর্যায়ে জনগণের প্লাকার্ডটি স্পিকারকে দেখান এবং জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেটি বুকে ঝুলিয়ে নেন। অবশ্য তার বক্তৃতা শেষ হওয়ার আগেই সময় শেষ হয়ে যাওয়ায় মাইক বন্ধ হয়ে যায়।

[৪] তিনি বলেন, বলেন, কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ইয়াসের দ্বারা আমরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছি। এই ঘূর্ণিঝড় দক্ষিণাঞ্চলে ব্যাপক তান্ডব চালিয়েছে। আমার ওখানে অনেকগুলো চর আছে। যার চারপাশে বড় বড় নদী আছে। আগুনমুখা নদীর কথা শুনেছেন। ভয়ানক এই নদীর ওখানে অনেকগুলো চর রয়েছে। এই চরগুলোতে বেশিরভাগ জায়গায় বেড়িবাঁধ নেই।

[৫] শাহজাদা বলেন, ঝড়ের পর মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে সেখানকার সবার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। একটি উপজেলায় ৩৪ লক্ষ এবং অপর উপজেলায় ২১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এসব বরাদ্দ নিয়ে সেখানে আমরা গেলে সেখানকার লোকজন স্লোগান দিয়েছে- আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়