শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি : [২] সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রুবেল হোসেন(২০) নামের এক যুবকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার করা হয় হয়েছে। মঙ্গলবার(১৫ জুন) দুপুর ২ টার দিকে হাটিপাড়া ইউনিয়নের চেগার ঘোনা বাজারে এ ঘটনা ঘটে।

[৩] বুধবার(১৬ জুন) দুপুর ১ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত রুবেল ওই ইউনিয়নের রত্নদিয়া গামের মুনছের আলীর ছেলে।

[৪] গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে মঙ্গলবার মধ্যরাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান।

[৫] খোঁজ নিয়ে জানা যায়, হাটিপাড়া ইউনিয়নের রত্নদিয়া গ্রামের খালে রুবেলের প্রতিবেশী কিছু কিশোরীরা গোসল করছিলো। সেখানে গোসলের অজুহাতে পাশের গোপালখালী গ্রামের শিপন, পারভেজ, রিকিসহ আরও কয়েকজন যুবক ওই কিশোরীদের ইভটিজিং করে। ইভটিজিং করার প্রতিবাদ করায় রুবেলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

[৬] পরে সেই জের ধরে মঙ্গলবার(১৫ জুন) দুপুরে হাটিপাড়া ইউনিয়নের চেগার ঘোনা বাজারে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরতর আহত করে শিপন ও তার বন্ধুরা। রুবেল চেগার ঘোনা বাজারে একটি স্টিলের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।

[৭] হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন বলেন, রত্নদিয়া খালে নতুন পানি আসছে। সেখানে গোসল করা নিয়ে রুবেল ও শিপনদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে শিপন ও তার বন্ধুরা রুবেলের উপর হামলা করে। এতে গুরতর আহত হয় রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ায়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেল।

[৮] এ বিষয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রুবেলকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একটি টিম কাজ করছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়