শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে স্কুল বাথরুম থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদিউল হৃদয়:[২] সিরাজগঞ্জের তাড়াশে স্কুলের বাথরুম থেকে আব্দুল মতিন (৩৮) নামের এক ইলেকট্রনিক্স মেকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।

[৩] বুধবার (১৬ জুন) সকালে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাথরুম থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[৪] নিহত ইলেকট্রনিক্স মেকার আব্দুল মতিন তালম পদ্মপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক।

[৫] পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, নিহত আব্দুল মতিন উপজেলার গুল্টা বাজারে একটি ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের দোকান দিয়ে দীর্ঘদিন যাবত টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের কাজ করে আসছিলেন। গতকাল মঙ্গলবার তিনি সারাদিন দোকানে কাজ করেন।

[৬] পরে বুধবার সকালে গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভবনের বাহিরের বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন তাড়াশ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠান।

[৭] এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা এখনি পুরোপুরি ভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে তার রক্তাক্ত মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ড হতে পারে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়