শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুর সদরে লকডাউনের ২য় দিন চলছে ঢিলে-ঢালা ভাবে

তাহেরুল আনাম:[২] করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধির কারণে দিনাজপুরের সদর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে।দ্বিতীয় দিনের লকডাউন চলছে ঢিলে-ঢালা ভাবে।

[৩] দিনাজপুর শহরের ৭টি পয়েন্টে পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা শহর থেকে কাউকে বাইরে এবং বাহির থেকে কাউকে শহরে প্রবেশ করতে দেওয়া দিচ্ছেনা। তবে লকডাউন উপেক্ষা করে সাধারণ মানুষ কাজে অকাজে শহরে প্রবেশ করছে। প্রশাসন প্রবেশে বাধা দিলে তাদের সাথে বিতর্কে জড়াচ্ছেন মানুষজন।

[৪] শহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও পাড়া মহল্লার সড়কগুলিতে অবাধে অটোরিকসা, কার সহ ছোট খাটো যানবাহন চলাচল করছে তবে দিন মজুররা কাজ না পেয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের সমন্ময়ে পৃথক পৃথক ভাবে মনিটরিং টিম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করছে।

[৫] গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৮০ জনের এর মধ্যে ২৬ জনের করোনা পজেটিভ আসে শনাক্তের হার ৩২.৫ শতাংশ। বর্তমানে জেলায় ৫শ ৪৩ জন রোগী রয়েছে। এখন প্রযন্ত জেলায় করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সদর উপজেলাতেই ৭১ জনের মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার ১শ শয্যার হাসপাতালে চিকিৎসক, নার্স করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

[৬] রোগীর সংখ্যা বাড়তে থাকলে চিকিৎসক ও নার্সদের পক্ষে সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। গত কয়েক সপ্তাহ থেকে জেলায় সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওযায় ১৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে ১৫ জুন থেকে লকডাউনের ঘোষনা দেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়