শিরোনাম
◈ বিএনপির আন্দোলন চূড়ান্তের দিকে এগিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল ◈ হেফাজত নেতা মাওলানা ইয়াহইয়া মারা গেছেন ◈ জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের পদত্যাগের সিদ্ধান্ত ◈ ভারতের নতুন সংসদ ভবনে বাংলাদেশ ও পাকিস্তানসহ অখণ্ড ভারতের মানচিত্র  ◈ সরকার ভ্যাম্পায়ারের মতো জনগণের রক্ত শুষে নিচ্ছে: রিজভী ◈ বাজেটে বিদেশনির্ভরতা কমেছে, আইনমন্ত্রী ◈ আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা, পতন আর পলায়ন: মির্জা আব্বাস ◈ ঢাকাসহ ৬ বড় শহরে তারুণ্যের সমাবেশ করবে বিএনপির তিন সংগঠন ◈ কোনো স্যাংশন দিয়ে এ উন্নয়ন ব্যাহত করতে পারবে না: কৃষিমন্ত্রী ◈ উখিয়ায় ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ১১:৫৯ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে ‘অটোপাস’ পাচ্ছেন 

আখিরুজ্জামান সোহান:জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া স্নাতক দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মৌখিক অথবা অনলাইন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার চিন্তাভাবনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। যুগান্তর

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজের শিক্ষার্থীরা ৩ বছর আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হলেও করোনাভাইরাসের কারণে পরীক্ষা না হওয়ায় দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারেনি। এই অবস্থায় শর্তসাপেক্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই শিক্ষার্থীদের অনার্স শেষ করার আগে প্রথম বর্ষের বিষয়গুলোর পরীক্ষায় পাস করতে হবে। বিডি প্রতিদিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমরা শর্তসাপেক্ষে প্রথমবর্ষের ছাত্র-ছাত্রীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সশরীরে পরীক্ষা নেব। তখন অটোপাস পাওয়া শিক্ষার্থীদের সেসব পরীক্ষায় পাস করতে হবে।

তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয়বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আমরা কয়েকটি বিকল্প পদ্ধতির কথা ভাবছি। এর মধ্যে একটি হলো- মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রমোশন দেয়া। আরেকটি হলো- অনলাইন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা। তবে বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি।

চলতি (২০২০-২১) শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক মশিউর রহমান বলেন, করোনার কারণে আমরা স্নাতক প্রথমবর্ষের ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছি। ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হলেও ভর্তি ফি’র টাকা কলেজে গিয়ে জমা দিতে হয়। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ঝুঁকির মধ্যে পড়ার একটা সম্ভাবনা দেখা দেয়। আমরা তাদের কোনো প্রকার ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়