শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উপদেষ্টা হলেন দীপংকর তালুকদার এমপি’র

রাঙামাটি প্রতিনিধি : [২] সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলার সাংসদ দীপংকর তালুকদার’কে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) জেলা শাখার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে যে আবেদন জানিয়েছেন তাতে সাংসদ দীপংকর তালুকদার এমপি সম্মতি প্রদান করেছেন।

[৩] বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মুক্তিযোদ্ধা ইঞ্জি: মোঃ খবির হোসেন মুক্তিযোদ্ধা ইঞ্জি: একেএম আব্দুল মোতালেব স্বাক্ষরিত অনুরোধ পত্রের প্রেক্ষিতে সাংসদ দীপংকর তালুকদার সম্মতি প্রদান করেছেন।

[৪] সোমবার (১৪জুন) সকালে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু জাফর মোঃ এরশাদুল হক মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানা যায়।

[৫] প্রেস বিজ্ঞপ্তিতে সাংসদ দীপংকরের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়-বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও রাজনৈতিক দর্শন ধারণ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্র সংগঠনের সদস্য ও প্রেেকৗশলীগন ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছেন। সদস্য প্রকৌশলীদের এই আবেগ-অনুভুতি ও কর্মপ্রচেষ্টাকে আরো বেগবান করার জন্য আপনাকে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) এর রাঙ্গামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা মনোনীত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। অতএব, এ সংগঠন পরিচালনায় অভিভাবক হিসেবে পরামর্শ ও নির্দেশনা প্রদানের বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

[৬] উল্লেখ্য, অনুরোধ পত্রের প্রেক্ষিতে সাংসদ দীপংকর তালুকদার বুধবার (৯জুন) এতে সম্মতি প্রদান করেন। সাংসদ দীপংকর তালুকদারের সম্মতি ইতোমধ্যে রাঙ্গামাটিতে কর্মরত সকল ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে বলে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) রাঙামাটি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু জাফর মোঃ এরশাদুল হক মন্ডল প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে সাংসদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়