শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলাদদ্ধতা নিরসনে পটিয়া পৌরসভার ৪টি খাল পুনঃখননের এলাকাবাসীর দাবি

মোহাম্মদ শাহজাহান : [২] চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে ৪টি খালের পুনঃখনন না হওয়ায় দীর্ঘদিন থেকে খানগুলোতে আবর্জনার প্রতিবন্ধকতায় বর্ষার পানি ও পাহাড়ের ঢলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পৌরবাসীকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। এলাকাবাসী দ্রুত খালগুলোকে আবর্জনামুক্ত করে পুনঃখননের দাবি জানিয়েছে।

[৩] জানা যায়, পটিয়া পৌরসভার শ্রীমাই খাল, শ্রীমাই টুইট্যা খাল, গোবিন্দারখীল সূচক্রদন্ডী মরা খাল, পটিয়া থানা হাট থেকে শাখা খাল, বাস স্টেশন থেকে সৃষ্টি হয়ে হাজীপাড়া খাল দীর্ঘদিন ধরে পুনঃখনন না হওয়ায় গাছপালা ও ময়লা আবর্জনায় খালগুলো ভরাট হয়ে যায়। এতে প্রতিবছর বর্ষাকালে অতিবৃষ্টি ও নেমে আসা শ্রীমাই খালের ঢলে পানি দ্রুত নিস্কাশন বাধাগ্রস্ত হয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

[৪] এলাকার নিম্নাঞ্চল ও রাস্তাঘাট পানিতে ডুবে গিয়ে পৌরবাসীর চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত ৩০ বছরে পৌর কর্তৃপক্ষ খালগুলো পুনঃসংস্কার করেনি।

[৫] সম্প্রতি ইন্দ্রপোল থেকে পৌরসভা নতুন বাস স্টেশন পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ হওয়ায় পানি নিষ্কাশন আরো বাধাগ্রস্ত হয়। গত ২০১৯ সালে পানি উন্নয়ন বোর্ড ৯১ লক্ষ টাকা ব্যয়ে মরা খাল খননের জন্য বরাদ্দ দেয়।

[৬] কর্তৃপক্ষ খাল পুনঃখনন কাজ শুরু করলে সূচক্রদন্ডী ও চানখালী পর্যন্ত জমিগুলোতে ্এলাকাবাসী জমির ক্ষতিপূরনের টাকা না পাওয়াতে খনন কাজে বাধা দেয় এবং আদালতে মামলা দায়ের করা হয়। এতে কিছু অংশে খনন কাজ করা হলেও খালের বাকি অংশ খনন করা সম্ভব হয়নি।

[৭] জানতে চাইলে এ বিষয়টি নিশ্চিত করে পটিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আইয়ুব বাবুল বলেছেন, পৌরসভার ৪/৫টি খাল দীর্ঘদিন ধরে পুনঃখনন না করায় বর্ষার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে প্রতিবছর এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তাঘাট ডুবে গিয়ে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু কিছু এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি।

[৮] সস্প্রতি পটিয়া উপজেলায় আশিয়া থেকে শিকলবাহা পর্যন্ত প্রায় ১২শ কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বেড়িবাধঁ, স্লুইচ গেইট নির্মাণসহ একটি বড় প্রকল্প পটিয়ার এমপি আলহাজ্ব সামসুল হক চৌধুরীর সহযোগিতায় অনুমোদন লাভ করে। কিন্তু এতে পৌরসভার ভরাট খালগুলো পুনঃখননের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তিনি এ খালগুলো পুনৎখননের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছে।

[৯] এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী তয়ন ত্রিপুরা বলেছেন, চলতি বছর পটিয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে বড় প্রকল্প হিসেবে ১১৫৮ কোটি টাকা একনেক সভায় অনুমোদন হয়। বিভিন্ন এলাকায় পরিদর্শন করে কাজের প্রাক্কলন তৈরি করা হচ্ছে। আগামী বছরের শুষ্ক মৌসুমে কাজ শুরু করা সম্ভব হবে। পৌর এলাকাসহ শ্রীমাই খালের ৩ কিলোমিটার এলাকার বেড়িবাঁধের ভাঙন রোধে খালের উভয় পাড়ে ব্লক বসানোর কাজ এ প্রকল্পে অন্তর্ভুক্ত আছে। তবে পৌরসভার ৪/৫টি খাল পুনঃখননের কাজ আগামী অর্থ বছরে অন্তর্ভুক্ত করা হবে।

[১০] অন্যদিকে পটিয়া পৌরসভার বিদায়রত মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আলহাজ্ব মো. হারুনুর রশিদ বলেছেন, পৌরসভার শাহচাঁন্দ আউলিয়া মাজার থেকে ইন্দ্রপোল পর্যন্ত রাস্তার দৃ’পাশে এবং পটিয়া ছবুর রোড, স্টেশন রোড, ক্লাব রোড, তালতলা চৌকি হয়ে সূচক্রদন্ডী পর্যন্ত পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করা হয়েছে। যা বর্তমানে সমাপ্তির পথে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৌরশহর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩৫ কোটি টাকার ব্যয় করা হয়েছে। যার কারণে পৌরসদর এলাকা থেকে পানি নিষ্কাশন সহজতর হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়