শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে নতুন ৩৪ জনের করোনা শনাক্ত, উপসর্গ নিয়ে মৃত্যু এক

মনোয়ার হোসাইন ঃ [২] কিশোরগঞ্জে জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ সোমবার (১৪ জুন) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় মোট ৩৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর বিপরীতে করোনাভাইরাস মুক্ত হয়ে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ৭ জন।

[৩] এছাড়া সন্দেহজনক কোভিড-১৯ একজনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ২৭ জন বেড়েছে।

[৪] আগের দিন রোববার (১৩ জুন) জেলায় বর্তমান আক্রান্তের মোট সংখ্যা ছিল ২০৪ জন। ফলে সোমবার (১৪ জুন) বর্তমান রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ২৩১ জন।

[৫] জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ৩৪ জনের মধ্যে ২৪ জনই কিশোরগঞ্জ সদর উপজেলাতে শনাক্ত হয়েছে।

[৬] এছাড়া বাকি ১০ জনের মধ্যে তাড়াইল উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন এবং ভৈরব উপজেলায় ৩ জন শনাক্ত হয়েছে।

[৭] ফলে শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে শীর্ষে থাকা কিশোরগঞ্জ সদর উপজেলার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।

[৮] কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে হাসপাতালটির প্রি-আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ শনিবার (১২ জুন) ও রোববার (১৩ জুন) সংগৃহীত মোট ১৫২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

[৯] রিপোর্টে মোট ২১২ জনের নমুনা পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। বাকি ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে। সেখানে রোববার (১৩ জুন) মোট ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

[১০] নতুন সুস্থ হওয়া ৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জন রয়েছে। এছাড়া বাকি ৩ জন করিমগঞ্জ উপজেলায় সুস্থ হয়েছে।

[১১] কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্তও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ৪২ জন যাদের মধ্যে ৬ জন আইসিইউতে রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৩ জন নতুন ভর্তি হয়েছেন এবং ৮ জন ছাড়পত্র পেয়েছেন।

[১২] এই সময় পর্যন্ত জেলায় মোট ৫০৮২ জন শনাক্ত, ৪৭৬৬ জন সুস্থ এবং ৮৫ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ২৩১ জন। তাদের মধ্যে ২৬ জন হাসপাতাল ও ২০৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

[১৩] শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে। জেলার মিঠামইন ও অষ্টগ্রাম এ দুই উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত কোন রোগী নেই।

[১৪] বর্তমানে করোনা আক্রান্ত মোট ২৩১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৬৮ জন, হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ৯ জন, পাকুন্দিয়া উপজেলায় ১০ জন, কটিয়াদী উপজেলায় ১৪ জন, কুলিয়ারচর উপজেলায় ১২ জন, ভৈরব উপজেলায় ৮ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ২ জন এবং ইটনা উপজেলায় ১ জন রয়েছেন।

[১৫] অন্যদিকে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্তমোট ৫৮ হাজার ৫৯২ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৯৬ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

[১৬] কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়