শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটার পল্লীতে সিদকেটে ঘরে ঢুকে মারধর ও লুটপাটের অভিযোগ

অমল তালুকদার:[২] বরগুনার পাথরঘাটায় রাতের আধারে সিধকেটে ঘরে ঢুকে গৃহকর্তাকে চোখ ও হাতবেঁধে বেদম প্রহার। নগদ টাকা স্বর্ণালংকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

[৩] সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার টেংরা গ্রামের কাজী বাড়িতে এই লুটপাটের ঘটনাটি ঘটে। ঘটনার সময় লুটেরা ঘরে ঢুকে আনোয়ার কাজী(৩৫) ও তার স্ত্রী কোহিনুর (২৮)এর চোখ ও হাত পিঠমোড়া দিয়ে বেঁধে বেদম প্রহার করে বলে অভিযোগ পাওয়া গেছে।

[৪] এ সময় নগদ ৯হাজার টাকা, স্বর্ণের আংটি, দুটি মোবাইল এবং কিছু ব্যবহার্য কাপড়চোপর লুট করে নিয়ে যায় বলে আনোয়ার কাজি জানান।মঙ্গলবার (১৫ জুন) সকালে এঘটনা জানাজানি হলে প্রতিবেশীরা ওই বাড়িটিতে ভীড় জমায়। গৃহকর্তা আনোয়ার কাজি জানায়, তার ঘরের মাটির ভিটিথেকে সিদকেটে ৩ জন ভেতরে প্রবেশ করে আর ২জন বাহিরের দরজায় দাড়ায়।

[৫] প্রতিবেশী কামরুল বলেন, আনোয়ার একজন মাছ ধরা জেলে। তার বাড়িতে কেন এমন লুটপাটের ঘটনা ঘটলো আমরা তা জানি না।স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান ফারুক পঞ্চায়েত ঘটনার কথা স্বীকার করেন এবং ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির সিদেল কাটা ঘর টি দেখেছেন বলেও জানান।

[৬] পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ রিপোর্ট তৈরিকালে , লুটপাটের শিকার ওই বাড়িতে পাথরঘাটা থানার দু'জন পুলিশ সদস্য পৌঁছেছে বলে প্রতিবেশী কামরুল ইসলাম নামক জনৈক ব্যক্তি মুঠোফোনে জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়