শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুকসুদপুরে ঘরের বেড়া কেটে আড়াই বছরের শিশু চুরি

শহিদুল ইসলাম: [২] নাটোরের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে ঘরের বেড়া কেটে আড়াই বছর বয়সী এক শিশুকন্যাকে চুরি করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শিশুটির নাম মনীষা সরকার। গত রোববার রাত ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শিশুটির পরিবার। বাটিকামারী গ্রামের প্রদীপ সরকার ও বীণা সরকার দম্পতির মেয়ে মনীষা। এ দম্পতির ১২ বছর বয়সী আরও এক মেয়ে রয়েছে।

[৩] সোমবার দুপুরে কাশিয়ানী ও মুকসুদপুরের এএসপি (সার্কেল) শাহিনুর চৌধুরী, মুকসুদপুর থানার ওসিসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মনীষার মা-বাবা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তারা।

[৪] মনীষার মা বীণা সরকার বলেন, আমাদের টিনের ঘরের বেড়াও টিনের। ঘরের একপাশে পাটকাঠির বেড়া রয়েছে। রাতে আমি ও আমার স্বামী একটি খাটে মনীষাকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। অন্য খাটে বড় মেয়ে ছিল।

[৫] রাত আনুমানিক ২টার দিকে ঘুম থেকে জেগে দেখি ছোট মেয়ে নেই। পাটকাঠির বেড়ার দড়ির বাঁধন কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকেছে। সিন্দুক তছনছ করে সেখানে থাকা টাকা ও স্বর্ণ নিয়ে গেছে। এ ছাড়া একটি মোবাইল ফোনও নিয়েছে তারা। রাতে দুর্বৃত্তরা প্রতিবেশী উজ্জ্বল মালোর ঘরে সিঁধ কেটে ঢুকেছে ও রনজিৎ সরকারের ঘরের পাটকাঠির বেড়া কেটেছে।

[৬] চুরি হওয়া মেয়ের চিন্তায় অস্থির হয়ে পড়েছেন জানিয়ে বীণা সরকার বলেন, তাকে খুঁজে বের করে আমার কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি করছি।

[৭] মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, রাতেই আমাদের বিষয়টি জানানো হয়। তখনই সেখানে পুলিশ পাঠাই। সোমবার দুপুরে এএসপি (সার্কেল) ও আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়