শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুগের সাথে তালমিলিয়ে এসএসএফকে প্রশিক্ষিত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বাশার নূরু, মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (১৫ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্স- এসএসএফের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

[৩] তিনি বলেন, আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করছি। তাতে জীবন গতিশীল হচ্ছে, কর্মক্ষেত্র বিস্তৃত হচ্ছে। আমাদের সুযোগ দিচ্ছে। একই সঙ্গে অপরাধীরাও সুযোগ পাচ্ছে, জঙ্গিরাও সুযোগ পাচ্ছে। ডিবিসি টিভি

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একেক সময় একেক ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদের উৎপত্তি হয় এবং সন্ত্রাস-জঙ্গিবাদের ধরনও পাল্টায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেমন আমরা জীবনমান উন্নত করতে পারি, আবার সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে জড়িত অপরাধীরাও কিন্তু এই প্রযুক্তিই ব্যবহার করে নতুনভাবে অপরাধ করে।

[৫] তিনি বলেন, আমাদের সব সময় চেষ্টা ছিলো এই আধুনিক জগতের সঙ্গে তালমিলিয়ে এই বিশেষ বাহিনীও সেভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও ধারাবাহিকভাবে বাড়বে। সে জন্য দেশে বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও সুযোগ সৃষ্টির উদ্যোগ নিচ্ছি। বাংলানিউজ ২৪

[৬] এসএসএফ-এর দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, শুধু আমাদের দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী নয়, বিদেশি অতিথিরা এলেও তাদের নিরাপত্তা দেয়া কঠিন দায়িত্ব। তবে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যখনই যিনি এসেছেন আমাদের এসএসএফ সদস্যরা এতো চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যে, তাদের (বিদেশি অতিথি) প্রত্যেকেই প্রশংসা করেছেন। সবাই এসএসএফ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছেন। সম্পাদনা: মেহেদী হাসান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়