শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যানজট নিরসনে ইউটার্ন-ইউলুপের সুফল পেতে শুরু করেছে নগরবাসী

আব্দুল্লাহ মামুন : [২] রাজধানীর সাত রাস্তা থেকে বনানীর কাকলি মোড়- এ সড়কে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটায় যানজট হয় ভয়াবহ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্মিত ইউলুপ ও ইউটার্ন প্রকল্পে ধীরে ধীরে সুফল পেতে শুরু করেছেন নগরবাসী।

[৩] এগুলো নির্মিত হয়েছে সাতরাস্তার বিজি প্রেস এলাকা, তেজগাঁও নাবিস্কো মোড়, মহাখালী বাস টার্মিনালের সামনে, মহাখালীর আমতলী, বনানীর চেয়ারম্যান বাড়ি, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী ওভারপাস, কাওলা ফ্লাইং ক্লাব, উত্তর র‌্যাব এক অফিস এবং উত্তরা রাজলক্ষ্মীর সামনে। এর পাশাপাশি চালু রয়েছে রামপুরা ও মেরুল বাড্ডায় নির্মিত দুটি ইউলুপ।

[৪] রাজধানীবাসীকে যানজট থেকে মুক্ত করার এসব উদ্যোগে সুফল পেতে শুরু করেছেন নগরবাসী। তবে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা করানো এবং চালকদের ওভারটেক করার প্রবণতার কারণে সম্পূর্ণরূপে যানজট মুক্ত হয়নি এসব এলাকায়।

[৫] ট্রাফিক ইনচার্জ আরিফ বলেন, ইউটার্নের জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন হয়, তবে সাতরাস্তা থেকে নাবিস্কো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, যারফলে মাঝে মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ইউটার্ন-ইউলুপের দুই পাশে আরেকটু জায়গার ব্যবস্থা করা গেলে আরো সুফল পেতো নগরবাসী। সিটি কর্রোপরেশনের সঙ্গে উদ্ধতন কর্মকর্তাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আলোচনা করা হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়