শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৫:৫২ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পনগরীর প্লট দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে নিখোঁজ ১৪ কোম্পানি

নিউজ ডেস্ক: নব্বইয়ের দশকে খুলনার বিসিক শিল্পনগরীতে ১০ কাঠার দুটি প্লট (বি-৫৯ ও ৬০) নিয়ে বিবিধ পণ্যের কারখানা স্থাপন করে বারী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। কিন্তু ঋণ নিয়েই বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় ২০০০ সালের ২২ জুন বারী ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। সেই মামলা এখনও চলছে। ২১ বছর ধরে বন্ধ প্রতিষ্ঠানের কার্যক্রম।

শুধু বারী ইন্ডাস্ট্রিজ নয়, শিল্পনগরীর প্লট দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খোঁজ নেই ১৪টি কোম্পানির। শিল্পনগরীর বিভিন্ন ক্যাটাগরির ৫৪টি প্লট তাদের বরাদ্দ দেওয়া হয়েছিল। প্লট বরাদ্দ পাওয়ার পর ঋণ নিয়েছে তারা। কিছুদিন কারখানাও চলেছে। এরপর সবকিছু বন্ধ।

ঋণের টাকা পরিশোধের জন্য আদালতে মামলা চলায় বিসিক কর্তৃপক্ষ, সেই প্লট বাতিলও করতে পারছে না। তাই বছরের পর বছর অব্যবহূত পড়ে আছে ৫৪টি প্লট। এসব প্লটে থাকা ১৯টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে এখন পাঁচটির যন্ত্রাংশ বিক্রি করে কারখানা চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে পুরোপুরি বন্ধ ১৪ প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা শিল্পনগরী প্রকল্প অনুমোদন দেওয়া হয় ১৯৬৫ সালের ৮ মার্চ। ১৯৬৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯৭৮ সালের সেপ্টেম্বরে কাজ শেষ হয়। এখানে মোট জমি ৪৪ দশমিক ১০ একর। মোট প্লট ২৪০টি। এসব প্লটে ৮৬টি শিল্পকারখানা স্থাপন করা হয়েছে। বর্তমানে ৬৩টি প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। এর মধ্যে ২৩টি কেমিক্যাল, ১৫টি খাদ্যজাত, ১২টি প্রকৌশল, ১টি পাটজাত, ৪টি বনজ ও ৪টি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং প্রতিষ্ঠান। চালু কারখানাগুলোতে কাজ করছে আড়াই থেকে তিন হাজার শ্রমিক।

বিসিক সূত্র মতে, বন্ধ প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স এ আর ফ্লাওয়ার্স মিলস, বারী ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোহানা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মধুমতি কোক অ্যান্ড ব্রিকস ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, মডার্ন পিপি ব্যান্ড ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, সায়েরা এগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, জামান অ্যাসোসিয়েট ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, মহাসিন টেক্সটাইল মিলস লিমিটেড, খুলনা পেপার বোর্ড অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অর্ক লেদার ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, অ্যাকুয়া রিসোর্স লিমিটেড, এশিয়ান প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, এশিয়ান স্পুল ইন্ডাস্ট্রিজ ও জুট স্পিনার্স লিমিটেড।

খুলনা-যশোর মহাসড়কের শিরোমনি এলাকায় বিসিক শিল্পনগরীর অবস্থান। শিল্পনগরীর ভেতরে ঢুকলেই চোখে পড়ে সারি সারি কারখানা। বেশির ভাগেই উৎপাদন চলছে। জুট স্পিনার্সের সামনের সড়কটির অবস্থা খুবই নাজুক। শিগগির এটির সংস্কার কাজ শুরু হবে। অন্যগুলো চলাচল উপযোগী। বন্ধ প্রতিষ্ঠানগুলো ছাড়া শিল্পনগরীতে কোনো প্লই ফাঁকা নেই।

সার্বিক বিষয়ে বিসিক শিল্পনগরীর কর্মকর্তা শেখ রিয়াজুল ইসলাম বলেন, ব্যাংক ঋণ ও লোকসানের কারণে ১৪টি প্রতিষ্ঠান বন্ধ। মামলার কারণে প্লটগুলো অন্য প্রতিষ্ঠানকেও বরাদ্দ দেওয়া যাচ্ছে না। ব্যাংক ও বিসিক মালিকদের সঙ্গে আলোচনা করে মামলা নিষ্পত্তির চেষ্টা চলছে। এ ছাড়া করোনাভাইরাসের কারণে দু-একটি প্রতিষ্ঠানের উৎপাদন কিছুটা বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, আগে শিল্পনগরীর ভেতরের কিছু সড়ক ভাঙাচোরা ছিল। গত কয়েক বছরে অধিকাংশ সড়ক মেরামত করা হয়েছে। বর্তমানে একটি সড়ক খারাপ রয়েছে। সেটি মেরামতের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা গেছে, মাসের পর মাস বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ নেই বিসিকের। তাদের কাছে কোম্পানির মালিক বা প্রতিষ্ঠানের যোগাযোগের নম্বরও নেই। বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ের চিঠিও প্রতিষ্ঠানগুলোকে দিতে পারে না বিসিক। প্লট বরাদ্দ নেওয়া ঠিকানায় চিঠি পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায় না। ফলে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকের বিরোধ নিরসনের কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে বিসিক শিল্পনগরীর কর্মকর্তা শেখ রিয়াজুল ইসলাম বলেন, বন্ধ বেশিরভাগ প্রতিষ্ঠানের মালিক বা সংশ্নিষ্টদের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই। বেশিরভাগ প্রতিষ্ঠানের কোনো তত্ত্বাবধায়কও নেই। এ জন্য বিসিকের অনেক জরুরি চিঠিও তাদের দেওয়া যায় না।

শিল্পনগরী ঘুরে এসব প্রতিষ্ঠান তালাবদ্ধ পাওয়া গেছে। বিসিকের কাছেও তাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর না থাকায় বন্ধ প্রতিষ্ঠানের মালিক পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

তবে দীর্ঘ প্রচেষ্টার পর মধুমতি কোক অ্যান্ড ব্রিকস ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএম রহমানকে গত ২৬ মে ফোনে পাওয়া যায়। কিন্তু তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে কথা বলতে রাজি হননি। পরবর্তী সময়ে ব্যস্ততা কমলে তিনি নিজেই যোগাযোগ করবেন বলে জানান। তবে পরবর্তীতে তিনি আর যোগাযোগ করেননি। তাকে আবার কল করা হলেও রিসিভ করেননি।

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়