শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ১১:৪৮ রাত
আপডেট : ১৫ জুন, ২০২১, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিহ্নিত অস্ত্রধারীদের অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের

রিয়াজুর রহমান রিয়াজ: [২] সোমবার(১৪ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সন্ত্রাসী হামলার স্বীকার নগরীর বাকলিয়ারর এক মুক্তিযোদ্ধা পরিবার।

[৩] এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগি পরিবারের সদস্য ও ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আহমেদ ইলিয়াস বলেন- নগরীর বাকলিয়ায় আমাদের কবরস্থানের সাইনবোর্ডটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় উক্ত স্থানে একই (বড় মৌলভী কবরস্থান) নামে আরেকটি সাইনবোর্ড স্থাপন করতে গেলে গত শুক্রবার (১১ জুন) সন্ত্রাসী এয়াকুব আলী হঠাৎ তার স্বশস্ত্র দলবল নিয়ে আমাদের উপর ঝাপিয়ে পড়ে । আমরা সাইনবোর্ডটি নিয়ে কবরস্থানের দিকে অগ্রসর হলে আমাদের প্রথমে ইট নিক্ষেপ করে। একপর্যায়ে এলোপাথারি গুলি চালায়।

[৪] তিনি বলেন- বিগত ৭০ বছরের ঐতিহ্য ‘ বড় মৌলতী কবরস্থান ক্রয় সুত্রে আমাদের পারিবারিক কবরস্থান। যা আমাদের এলাকায় সাধারণ জনগণের জন্য উম্মুক্ত। ১৯৫১ সালে আমার পিতা ৭৩ শতক জায়গা ক্রয় করেন ।

[৫] ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে যে আধুনিক সুবিধা সম্বলিত “ মা ও শিশু হাসপাতাল মাননীয় প্রধানমন্ত্রী নির্মাণ করেছেন , তাই ঐ ৭৩ শতক জায়গার ২০ শতক জায়গায় নির্মিত। যাহা জনগণের সুবিধায় প্রধানমন্ত্রীর উপহার । কবরস্থানটির প্রতিটি সংস্কার কাজ যেমন গাছ লাগানো , মাটি ভরাট , সরকারী বা ইত্যাদি আমরা পরিচালনা করে আসছি ।

[৬] এলাকার চিহ্নিত সন্ত্রাসী এয়াকুব আলী লোভের বশবর্তী হয়ে উক্ত কবরস্থানে সাম্প্রতিককালে চাঁদাবাজি শুরু করেছে । এই কবরস্থানে লাশ দাফন করতে হলে তাকে চাঁদা দিতে হত বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

[৭] আহমেদ ইলিয়াস বলেন- আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায় এবং সন্ত্রাসী এয়াকুব ও তার সহ দলবলকে অতিসত্তর গ্রেফতারপূর্বক আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ।

[৮] সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজি, আওয়ামী লীগ নেত্রী মোছাম্মদ নূর বেগম, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল মুনাফ, হাজী ইয়াকুব, ছাত্রনেতা আব্দুর রহমান, মামলার বাদী সাইফুল্লা আহমদসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়