কূটনৈতিক প্রতিবেদক: [২] সোমবার রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন ফোরাব সংবাদ সম্মেলনে বলেছে, বিদেশগামী কর্মীদের বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়ায় তারা ভ্যাকসিন প্রাপ্যতার বাইরে থেকে যাচ্ছেন এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যার সম্মূখিন হতে হচ্ছে।
[৩] ফোরাবের সভাপতি আব্দুল আলিম বলেন, সৌদি আরবে হোটেল কোয়ারেন্টিনের জন্য বিদেশগমীদের ৫০০ ডলার করে দিতে হচ্ছে। টিকা গ্রহণ নিশ্চিত করলে এই বিপুল পরিমাণ টাকা নষ্ট হবে না। এছাড়া এই টাকা তো আমাদের দেশ থেকে চলে যাচ্ছে।
[৪] সামনে এমন হবে যে, টিকাগ্রহণ ছাড়া শ্রমিক গ্রহণকারী দেশগুলো বিদেশগামীদের ঢুকতে দেবে না। তাই আগে থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।
[৫] সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ভ্যাকসিনের প্রথম ডোজ হতে দ্বিতীয় ডোজ গ্রহণের মধ্যবর্তী সময়ে এক মাস সময় লাগে, যা একজন অভিবাসী কর্মীর জন্য সময় সাপেক্ষ ও বিড়ম্বনামূলক।
[৬] জনসন এন্ড জনসনের ভ্যাকসিন একটি ডোজ গ্রহণই যথেষ্ট হওয়ায় এই ভ্যকসিন আমদানির পরামর্শ দিয়েছে সংগঠনটি।
[৭] অভিবাসী কর্মীদের পাসপোর্ট নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য নিবন্ধিত করে প্রতি জেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তা বা অনলাইন নিবন্ধনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি।
[৮] সম্প্রতি সৌদি আরবে যাওয়া কর্মীদের উচ্চমূল্যে বিমান টিকেট কেনা ও ব্যয়বহুল হোটেলে সাত দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করায় প্রায় দুই লাখ টাকা খরচ করতে হচ্ছে। এর মধ্যে ২৫ হাজার ভর্তুকি দিচ্ছে সরকার।
[৯] অতিরিক্ত ব্যয়ের ফলে কর্মীদের বিদেশে যাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।