শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদীয় কমিটি পুনর্গঠন: আইনের সভাপতি শহীদুজ্জামান, বিদ্যুতে ওয়াসিকা

মনিরুল ইসলাম: [২] সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন শহীদুজ্জামান সরকার। সদ্য প্রয়াত আবদুল মতিন খসরুর স্থলে নওগাঁ-২ আসনের এই এমপি সভাপতি হলেন। অপরদিকে, এতদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী শহীদুজ্জামান সরকারের স্থলাভিষিক্ত হলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।

[৩] সোমবার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে তুললে সংসদ তা গ্রহণ করে।

[৪] সংসদে এই দুটি সংসদীয় কমিটি ছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটর মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়।

[৫] এছাড়া আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন করে সেলিম আলতাফ জর্জ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। অবশ্য ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলে কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি।

[৬] বেসামরিক বিমান পরিবহন ও পর্যটর মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদ্য প্রয়াত আসলামুল হক আসলামের স্থলে সংরক্ষিত আসনের ফানিজ ফাতেমা আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়