শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মিয়ানমারে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ২৫ জন সাধারণ কর্মীকে হত্যার অভিযোগ জান্তা সরকারের

সুমাইয়া ঐশী: [২] মিয়ানমার জান্তা নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়। বলা হয়, গত মাসে ৪৭ জনকে অপহরণের পর মিয়ানমারের পূর্বাঞ্চলে ২৫ জনের মরদেহ পাওয়া গেছে। তবে এনিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে অস্বীকার করে জান্তা ও ঐ স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টরা। ইয়ন

[৩] এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করে টেলিভিশন চ্যানেলটি জানায়, গত ৩১ মে থাইল্যান্ড সীমান্তবর্তী মাইয়াওয়াদি জেলায় একটি নির্মাণাধীন ব্রিজের কাছ থেকে বেশ কয়েকজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় এ সশস্ত্র বাহিনী। এর মধ্যে ১০ শিশুসহ ছিলো ছয়জন নারীও। রয়টার্স

[৪] এরপর ১১ জুন তাদের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে একজনের শরীর ছিলো আগুনে ঝলসানো এবং বাকিদের হাত পেছনে বাঁধা ছিলো। এরপরদিন ১২ জুন আরো ১৮টি মরদেহ পাওয়া যায়।

[৫] মূলত চলতি বছরের ১ ফেব্রুয়ারি সুচি সরকারকে হটিয়ে মিয়ানমার জান্তা সরকার ক্ষমতা গঠন করার পর থেকেই উত্তপ্ত গোটা দেশের পরিস্থিতি। এর বিরুদ্ধে গড়ে উঠেছে বিভিন্ন স্থানীয় সশস্ত্রদলও। ইউএস নিউজ

[৬] জান্তার এ সামরিক অভুত্থানের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮৬০ জনকে হত্যা করে জান্তা সরকার। তবে সংখ্যাটা আরো কম বলে দাবি করছে এ সামরিক বাহিনী। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়