শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইএস জঙ্গিদের গণকবরের ভুক্তভোগীদের শনাক্তে উদ্যোগ নিলো ইরাক

সুমাইয়া ঐশী: [২] স্বজনদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

[৩] ২০১৭ সালে আবিষ্কৃত এ গণকবর থেকে ১২৩টি দেহাবশেষ উদ্ধার করে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ঐ সময় বাদুশ কারাগারে এ নৃশংতার শিকার ব্যক্তিদের স্বজনদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে সময়ের ব্যবধান অনেক হওয়ায়, এবং ঐ অঞ্চলের তাপমাত্রাও বেশি হওয়ায় দেহাবশেষগুলো শনাক্তে বেশ বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। আল আরাবিয়া

[৪] মূলত আইএস সন্ত্রাসীদের নৃশংসতম গণহত্যার একটি ছিলো ২০১৪ সালে ইরাকের বাদুশ কারাগারের এই ঘটনা। ঐ সময় ইরাকের এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এ জঙ্গি গোষ্ঠী। এসময় ঐ কারাগারে হামলা চালিয়ে সুন্নি মুসলিম বন্দীদের মুক্তি দেয় আইএস এবং একই সঙ্গে ৫৮৩ জন শিয়াকে একটি ট্রাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে একটি গিরিখাদের কাছে গিয়ে তাদের হত্যা করা হয়। মিডল ইস্ট আই

[৫] এরপর ২০১৭ সালে ঐ অঞ্চলে ইরাকি বাহিনী নিয়ন্ত্রণ নিলে একাধিক গণকবর আবিষ্কৃত হয়। ধারণা করা হচ্ছে, অন্তত ১২ হাজার সাধারণ মানুষকে অমানবিকভাবে হত্যা করে এখানেই মাটি চাপা দিয়ে দেওয়া হয়। টাইমস অব ইসরায়েল

[৬] সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ দেহাবশেষগুলো এখন শনাক্ত করার অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে অনেক মরদেহকে পুড়িয়েও ফেলা হয়েছিলো। এ কারণে এখন ভুক্তোভোগীদের শনাক্ত করা একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে হাজার হাজার পরিবার তাদের আপন জনের শেষ চিহ্নটুকুর জন্য এখনো অপেক্ষা করে বসে আছে। সম্পাদনা : রাশিদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়