শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু: স্বাস্থ্য মহাপরিচালক

শিমুল মাহমুদ, সালেহ্ বিপ্লব: [২] সোমবার সকালে রাজধানী মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সঙ্গে ছিলেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

[৩] মহাপরিচালক বলেন, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের ফাইজারের ও চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে। তবে ঠিক কোন তারিখ থেকে তা শুরু হবে তা তিনি বলেননি। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ইতিমধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরাই ফাইজার ও সিনোফার্মের টিকা পাবেন। খুব শিগগির নিবন্ধন করা ব্যক্তিদের কাছে মুঠোফোনে বার্তার মাধ্যমে তারিখ জানানো হবে।

[৪] তারা জানান, প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

[৫] সিনোফার্ম টিকা প্রসঙ্গে অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, সাধারণত মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল শিক্ষার্থীর টিকা দেওয়া শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনের টিকা দেওয়া হবে।

[৬] প্রথম ডোজ নিলেও টিকার সংকটে দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তিদের অক্সফোর্ডের টিকাই দেওয়া হবে জানিয়ে খুরশীদ আলম বলেন, সিরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে যাদের প্রথম ডোজ দেয়া হয়েছে, তাদের দ্বিতীয় ডোজ একই টিকা দিয়েই দেওয়া হবে।

[৭] তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশে একাধিক টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে সরকার। আমেরিকা ১০ লাখ সিরামের টিকা দিতে চেয়েছে। তা এলেই যারা প্রথম ডোজে সিরামের টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ সিরামের টিকা দিয়ে দেওয়া হবে।

[৮] এ সময় তিনি বলেন, চীন ও রাশিয়া থেকে টিকা পেতে আলোচনা করছি। সেটা এলেই আমরা প্রথম ডোজ পূর্ণাঙ্গভাবে টিকা দেওয়া শুরু করতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়