শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সু চির বিচার শুরু করেছে মিয়ানমার জান্তা সরকার

লিহান লিমা: [২] সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়া মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির বিচার শুরু করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। সোমবার নেপিদোর আদালতে শুরু হওয়া এই বিচারে দোষী প্রমাণিত হলে সু চি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন। দ্য গার্ডিয়ান

[৩]গত নভেম্বরের নির্বাচনে প্রচারকালে করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ ও অবৈধ ওয়াকি-টকি রাখায় এ বিচার হবে। সু চির আইনজীবী জানান, তার বিরুদ্ধে শুরু হওয়া প্রথম এই মামলার বিচার জুলাইয়ের শেষ পর্যন্ত চলতে পারে।

[৪]এগুলো ছাড়াও সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনিয়তা লঙ্ঘন এবং ইয়াঙ্গুনের সাবেক মন্ত্রীর কাছ থেকে ৬ লাখ ডলার নগদ অর্থ ও ২৫ পাউন্ড স্বর্ণ ঘুষ গ্রহণের মামলা রয়েছে।

[৫]এ পর্যন্ত সু চির বিরুদ্ধে মোট ৬টি অভিযোগ আনা হয়েছে। সবগুলো মামলায় অভিযুক্ত হলে সু চির এক দশকেরও বেশি কারাদণ্ড ও মোটা অঙ্কের অর্থদণ্ড হতে পারে।

[৬]হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন এক বিবৃতিতে সু চির মুক্তির দাবী করে বলেছেন, ‘অং সান সু চির বিরুদ্ধে যে বিচার হচ্ছে তা অবান্তর, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এই মামলা প্রত্যাহার করা দরকার।’

[৭]গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর সু চি সহ মিয়ানমারের প্রেসিডেন্ট ও অন্যান্য নেতাদের আটক ও গৃহবন্দি করে জান্তা সরকার। সেনাবাহিনী সু চির দল এনএলডির ওপর নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় আসার অভিযোগ করে। এ পর্যন্ত চার মাসের জান্তাবিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর হাতে অন্তত ৮৬২ জন প্রাণ হারিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়