শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ১১:২৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে নিউজিল্যান্ডকে আটকাতে ভারতীয় দলকে ওয়ার্নারের পরামর্শ

স্পোর্টস ডেস্ক : [২] আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাস্পিয়নশিপের ফাইনাল। যেখানে ভারতের প্রতিপক্ষ দারুণ সময় পার করা নিউজিল্যান্ড। সাউদাম্পটনে শুরু হতে যাওয়া ফাইনালে পেসারদের প্রাধান্য দিয়ে একাদশ সাজাতে পারে দুই দল। যেখানে নিউজিল্যান্ডের হয়ে দেখা যেতে পারে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন ও নেইল ওয়াগন্যারদের।

[৩] এদিকে ভারতের পেস ইউনিটে বড় ভরসার নাম জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা এবং মোহাম্মদ সিরাজরা। তবে পেসারদের ছাপিয়ে আলোচনায় ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। পেসারদের নিয়ে একাদশ তৈরির সম্ভাবনা থাকলেও ফাইনালে জাদেজা ও অশ্বিনকে খেলানোর দাবি তুলেছেন ডেভিড ওয়ার্নার।

[৪] দারুণ অফ স্পিন করার সঙ্গে ব্যাট হাতে দলের বিপর্যয়ে ব্যাট করতে পারায় একাদশে জাদেজার জায়গা পাওয়াটা অনেকটা নিশ্চিত। এক স্পিনার খেলালে একাদশে সুযোগ পেতে বেগ পেতে হবে অশ্বিনকে। এদিকে জাদেজার সুযোগ পাওয়াটাও একেবারে সহজ হবে না। কারণ অস্ট্রেলিয়া সফরে ও ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে দারুণ বোলিং করায় একাদশে সুযোগ পেতে জাদেজার বড় প্রতিপক্ষ হতে পারেন অশ্বিন। তবে ওয়ার্নার মনে করেন, তাঁদের দুজনকেই খেলানো উচিত। তাঁদের স্পিনে ভুগতে পারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।

[৫] এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জাদেজা বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে দারুণ বোলিং করছে। ছোট একটি ফুট মার্ক থাকলে সে ধারাবাহিকভাবে সেখানে বল করতে পারে। আমি মনে করি তারা (কিউই) এই দুই স্পিনারে ভুগতে পারে।’ সাদা পোশাকের ক্রিকেটে জাদেজা এখন পর্যন্ত ৫১ ম্যাচে নিয়েছেন ২২০ উইকেট। পাশাপাশি ব্যাট হাতেও ৩৬.১৯ গড়ে করেছেন ১৯৫৪ রান। আর টেস্ট ক্রিকেটে অশ্বিন ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। ৭৮ টেস্ট খেলে অশ্বিনের শিকার ৪০৯ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ২৭.৯৬ গড়ে করেছেন ২৬৫৬ রান।

[৭] তাদের এই পরিসখ্যানই বলছে টেস্ট ক্রিকেটে কতটা অভিজ্ঞ ভারতীয় এই দুই স্পিনার। তাই শেষ পর্যন্ত দুজনই একাদশে খেললে অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে বরাবরই বেশ নাজুক অবস্থা ভারতের। গত ২০ বছরে দেশটির কন্ডিশনে মাত্র ৪টি টেস্ট ম্যাচ জিতেছে তারা। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়