শরীফ শাওন: [২] ডা. দীপু মনি বলেন, চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগটা অনেক বেশি। কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যায় কিনা অথবা অন্য কোনোভাবে সেটি করা যায় এ বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কী করা যায় সেগুলো নিয়েও ভাবছি।
[৩] রোববার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা শেষে তিনি বলেন, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। এছাড়াও বিকল্প পদ্ধতিতে টিভি, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষাব্যবস্থা চালিয়ে যাচ্ছি।
[৪] পরীক্ষা এক বছর না দিলে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান জানাই। এমন কোন সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়।
[৫] দীপু মনি জানান, ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিলো। সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় ৩০ জুন পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। তবে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। অনলাইনে পাঠদান ছাড়াও নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি।