শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুবিতে স্বাস্থবিধি মেনে পরীক্ষা শুরু আজ

বিল্লাল হোসেন: [২] কুমিল্লা বিশ্ববিফ্যালয়ে (কুবি) স্বাস্থ্যবিধি মেনে আবারো সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু করেছে। রোববার (১৩ জুন) থেকে বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগের আগেরবারের স্থগিত হওয়া ও অনলাইনে সিলেবাস সম্পন্ন হওয়া কোর্সের ফাইনাল পরীক্ষা এবং কিছু বিভাগে মিডটার্ম পরীক্ষার গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

[৩] বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন সাপেক্ষে ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা কার্যক্রম শুরু করেছে।

[৪] এর আগে গত বছরের ডিসেম্বর মাসে স্বাস্থ্যবিধি মেনে একইভাবে পরীক্ষা শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে তা স্থগিত করা হয়।

[৫] এদিকে পরীক্ষা গ্রহণ উপলক্ষে পরীক্ষার হলগুলো জীবাণুমুক্তকরণ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বিষয়ে গতকাল একাধিক বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি পালনে আবশ্য পালনীয় ৭টি নির্দেশনা, পালনীয় বিষয় নিশ্চিত করতে তদারকি কমিটি উঠে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের সময় সংক্রান্ত বিষয়েও বিজ্ঞপ্তি দেওয়া হয়।

[৬] যোগাযোগ করা হলে তদারকি কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আজ সকাল থেকেই আমরা পুরো বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধির বিষয়টি তরাদকি করছি। আমাদের এ কার্যক্রম প্রতিদিন চলবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যাতে কোন অবস্থাতেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করা না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে এবং থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়