শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ১৩ জুন, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় আরো ৬০০ ঘর পাচ্ছে গৃহহীন ও ভূমিহীন পরিবার

সনত চক্র বর্ত্তী : [২] ফরিদপুরের আলফাডাঙ্গায় মুজিববর্ষের ঘর পাচ্ছে ৬০০ গৃহহীন ও ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে দুই ধাপে এ ঘরগুলো দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রথম ধাপে ঘর পেয়েছে ৩৭০টি অসহায় পরিবার। এসব ঘর পেয়ে আশ্রয়হীন মানুষের মুখে হাসি ফুটেছে।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আলফাডাঙ্গায় আরো ২৩০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য প্রস্তুত করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাসজমিতে হতদরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে এসব সরকারি ঘর। যাদের থাকার জমি ও ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হয়েছে। প্রায় দুই লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট বারান্দাসহ সেমিপাকা ঘর, রান্নাঘর ও বসত ঘরের সঙ্গে থাকছে টয়লেটও। এরপর উপকার ভোগীদের মাঝে ঘরগুলো বুঝিয়ে দেয়া হবে। প্রতিটি ঘরের সঙ্গে দলিল ও নামজারী করে দেয়া হচ্ছে দুই শতাংশ জমি। এসব ঘর নির্মাণের জন্য প্রায় ৫০ একর খাস জমি উদ্ধার করা হয়। উপজেলার বুড়াইচ ইউনিয়নে ১০০টি, গোপালপুরে ২৫০টি, টগরবন্ধে ১১৪টি, বানায় ৭১টি এবং পাচুড়িয়া ইউনিয়নে ৫৫টি ঘর দেওয়া হচ্ছে।

[৪] এদিকে উপজেলার গোপালপুর ইউনিয়নে ২৫০টি ঘরকে কেন্দ্র করে চরকাতলাসুর গ্রামে মুজিব বর্ষ মডেল ভিলেজ তৈরি করা হচ্ছে। এ আবাসন এলাকায় নির্মাণ করা হচ্ছে মসজিদ, মন্দির, একটি উচ্চ বিদ্যালয়, হাট, খেলার মাঠ, ইদগাহ মাঠ, কমিউনিটি ক্লিনিক, শিশুপার্ক, ইকো পার্ক ও সামাজিক বনায়ন। ইতোমধ্যে মসজিদ ও মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামি জুলাই মাসের মধ্যে এসব কাজ শেষ হবে। এছাড়াও সকল ঘরের উপকারভোগীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও করে দেওয়া হবে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী আমাদের সময় ডটকমকে বলেন, প্রথম ধাপে প্রাপ্ত ৩৭০টি ঘর অসহায় পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় ধাপের প্রাপ্ত ২৩০টি ঘরের কাজ জোরসোরে এগিয়ে চলছে। ভারী বৃষ্টিপাত, দাবদাহ, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও স্বাস্থ্য বিধি মেনে মুজিববর্ষের গৃহনির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। এ মাসের মধ্যে ঘরগুলোর কাজ শেষ হয়ে যাবে।

[৫] আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান আমাদের সময় ডটকমকে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্পন্ন ঘর তৈরি করে এ এলাকার নদী ভাঙন কবলিত, ভূমিহীন ছিন্নমূল মানুষদের কাছে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়