শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনে বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রধান নির্বাচন কমিশনার

বাশার নূরু: [২] এ কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে প্রার্থীর একমাত্র পরিচয় হচ্ছে তিনি প্রার্থী। তিনি কোন ধর্ম-দল-মত-বর্ণের তা একেবারেই বিবেচ্য বিষয় নয়। নির্বাচন সম্পন্ন করতে একজন প্রার্থীর যে আইনগত অধিকার তা রক্ষা করতে আমরা সব সময় পাশে থাকব।

[৩] শনিবার বরিশাল সার্কিট হাউজে পোৗরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

[৪] আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান রেখে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যেন কেউ না করতে পারে সেজন্য আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যোগাযোগ বিচ্ছিন্ন হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ উপজেলায় যেমন পরিবেশ-পরিস্থিতি হোক না কেন আমাদের নির্বাচন সম্পন্ন করতে হবে।

[৫] তিনি বলেন, দেশে এবার ৩৭১টি নির্বাচনী এলাকায় ভোট সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার ভয়াবহতা দিন দিন বাড়ছে। আমরা চেয়েছিলাম করোনার প্রকোপ কমলে নির্বাচন সম্পন্ন করা হবে। কিন্তু করোনার প্রকোপ কমছে না। ফলে এর মধ্যেই আমাদের নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে সমস্ত এলাকায় করোনার প্রকোপ বেশি সেইসব এলাকায় যেন নির্বাচনের আয়োজন না করি। এ জন্য আমরা খুলনা, সাতক্ষীরার মতো অধিক সংক্রমিত ১৬৩টি এলাকায় নির্বাচন স্থগিত করেছি। তবে বরিশাল, মাদারীপুর অঞ্চলে করোনার সংক্রমণ কম হওয়ায় এমন ২০৮টি অঞ্চলে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়