শিরোনাম
◈ সরকারের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে: রিজভী ◈ মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন ◈ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন ◈ রাজধানীর গুলিস্থানে হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ বিশ্বে সামরিক ব্যয় প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র  ◈ তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে যেভাবে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে: যুক্তরাষ্ট্র ◈ আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভিড়লো এমভি আবদুল্লাহ ◈ দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নয়া রেকর্ড

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারো আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] এবার ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসির যে টুর্নামেন্ট রয়েছে তার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কয়েকটি আয়োজন করতে চায়, তার জন্য বিড করতে বলেছে আইসিসি।

[৩] পিসিবি সূত্রের খবর, আইসিসির মোট পাঁচটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। এর মধ্যে রয়েছে ২০২৭-এর আইসিসি-র ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই সঙ্গে পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানে আয়োজন করতে চায় বলে জানা গিয়েছে।

[৪] শুধু পিসিবি নয়, সব ক্রিকেট বোর্ডকেই বলা হয়েছে, ২০২৪-২০৩১ সালের মধ্যে আইসিসি-র যে টুর্নামেন্টগুলো রয়েছে, তার মধ্যে কোন টুর্নামেন্ট কারা বিড করতে চায়, সেই তালিকা জমা দেওয়ার জন্য। এই বিষয়টি দেখার জন্য আইসিসি একটি কমিটিও গঠন করেছে। যারা এই বছরের ডিসেম্বরে বিডগুলি মূল্যায়ণ করবে। এবং পরের বছর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

[৫] বহু দিন পাকিস্তান কোনও আইসিসি-র টুর্নামেন্ট পাইনি। এ বার নিজেদের দেশে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে মুখিয়ে রয়েছে তারা।

[৬] উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করার কথা ভারতের। তবে করোনার জন্য সেটা হয়তো সরে যাবে সংযুক্ত আরব আমিরাতে।- পিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়