শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিবনগরের কুপিয়ে ও পিটিয়ে দু’জনকে হত্যা

মাসুদ রানা: [২] মেহেরপুরের যতারপুর গ্রামের নেশাখোরের ধারালো অস্ত্রের কোপে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা সাইদুর রহমান নিহত হয়েছে। গণপিটুনিতে নেশাখোর মনিরুল ইসলাম(৩৪) নিহত।

[৩] শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার যতারপুর গ্রামের ভৈরব নদের পাশে একটি বঢতলায় কুপিয়ে ও পিটিয়ে দু’জনকে হত্যার ঘটনা ঘটেছে।

[৪] নিহতরা হলেন- যতারপুর গ্রামের সবজী ব্যবসায়ী ও মুজিবনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান ও একই গ্রামের মাদক সেবী মনিরুল ইসলাম মনি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

[৫] স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার যতারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম নিয়মিত মাদক সেবন প্রকৃতি ছিল। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জাদুখালি মোড় এলাকা ভৈরব নদের পাশে বটতলা এলাকায় হাজা সেবন করছিল মনিরুল। এসময় একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে সাইদুর রহমান তাকে মানা করে মাদক সেবন না করতে। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপযার্য়ে মনিরুল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে সাইদুরকে পিছন থেকে ঘাড়ে এলোপাতাড়ি কোপ মারে। এতঘটনাস্থলে সাইদুর খুন হয়। ওই দৃশ্য দেখে স্থানীয় মাঠে কাজ করা জনগন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে মনিরুলকে আটক করে এবং গণপিটুনিতে ঘটনাস্থলে মনিরুল নিহত হয়।

[৬] মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, মনিরুল ইসলাম মনি একজন মাদক সেবী ছিল। সে রাস্তার পার্শে গাঁজা সেবন করছিলো। গাঁজা সেবনে বাধা দেওয়ায় প্রকাশ্য সাইদুর রহমানকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় স্থানীয়রা মাদক সেবী মনিরুল ইসলাম মনিকে পিটিয়ে হত্যা করে। তিনি আরো জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[৭] এদিকে ঘটনাস্থলে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম ও জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার পরিদর্শন করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়