শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যালেরিয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উপ-পরিচালক ডা.জহিরুল করিম আরও বলেন, ম্যালেরিয়া সংক্রমিত এলাকা হচ্ছে বাংলাদেশের তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজারসহ উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল-হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ এবং শেরপুর ও উত্তরাঞ্চলের মধ্যে কুড়িগ্রামে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব বেশি। ম্যালেরিয়ার কারণ সর্ম্পকে এই চিকিৎসক বলেন, ম্যালেরিয়া হচ্ছে মশক বাহিত প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট রোগ। এটি কেবল সংক্রমিত স্ত্রী অ্যানোফেলিস মশার কামড়ে হয়।

[৩] যদিও ম্যালেরিয়া রোগে আক্রান্ত মানুষের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর। ম্যালেরিয়া সম্পূর্ণভাবে নিরাময় যোগ্য। ম্যালেরিয়ার লক্ষণ ও উপসর্গ সর্ম্পকে ডা. জহিরুল করিম বলেন, একটি সংক্রমিত মশা কামড়ানোর প্রায় ৩-১০ দিন পর ম্যালেরিয়ার উপসর্গগুলি দেখা দিতে পারে।

[৪] ডা. জহিরুল করিম আরও বলেন, এখন বর্ষা মৌসুম চলছে তাই আবদ্ধ জলাশয় অপ্রয়োজনীয় ডোবা, গর্ত, নর্দমা ইত্যাদি জায়গা ভরাট করে ফেলতে হবে। কারণ এসব এলাকাতে মশা ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে। স্থায়ী আবদ্ধ জলাশয় শুককীট খেকো মাছ চাষ করা এবং পানির কিনারায় ঘাস পরিষ্কার করা। বিষেশ ক্ষেত্রে মশা ধ্বংসকারী কীটনাশক ছিটিয়ে মশা ধ্বংস করা। সব বাড়ি ও চারপাশে বেড়ে ওঠা অপ্রয়োজনীয় ঝোপঝাড় কেটে পরিষ্কার করা।

[৫] প্রাথমিক উপসর্গগুলি হল অত্যাধিক জ্বর ও গা-ব্যাথা, মাথাব্যাথা, ঠাণ্ডা লাগা, জ্বর, জণ্ডিস, বমি হওয়া, গাঁটে ব্যাথা, খিঁচুনি, রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়া, কাঁপুনি ও ইউরিনে হিমোগ্লোবিনের উপস্থিতি। বয়স্কদের তুলনায় বাচ্চাদের মধ্যে ম্যালেরিয়া বেশী মারাত্মক ও প্রাণঘাতী হতে পারে।

[৬] শহীদ সহোরায়ার্দী হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ম্যালেরিয়া থেকে নিরাপদ থাকার উপায়, মশারী এবং মশা নাশক ঔষধ ব্যবহার করার মাধ্যমে ম্যালেরিয়ার থেকে নিরাপদ থাকার কথা বললেন। এছাড়াও বাসা-বাড়ীর জানালায় স্ক্রিন (জাল) লাগাতে পারেন।

[৭] ডা. রফিকুল ইসলাম আরও বলেন, এখন বর্ষাকাল চলছে যত্রতত্রো জল জমতে না দেওয়া ও ফুলের টাব, এসি’র ট্রে, ফ্রিজের ট্রে ইত্যাদি স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর জোর দিলেন। জমেথাকা জল মশাদের ব্রিডিং’এর জন্য আদর্শ জায়গা হয়ে ওঠে।

[৮] জমে থাকা জলে প্রতিদিন নিষ্কাশনসহ কীটনাশক স্প্রে করার কথা বললেন এই চিকিৎসক। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর ২০ কোটির বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। গত ২০১৬ সালে বিশ্বজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষ এই রোগের কারণে প্রাণ হারিয়েছে এবং তাদের একটি বড় অংশই ছিল পাঁচ বছরের কমবয়সী শিশুরা।

[৯] ম্যালেরিয়া প্রাণঘাতী নয়। ম্যালেরিয়ার টিকা আছে। ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বর একই জিনিষ। আমরা যদি নির্দিষ্ট এই খাবার বা পানীয় খাই তাহলে মশা দূরে থাকবে। আমরা শুকনো আবহাওয়ায় ভ্রমণ করছি তাই মশা কামড়াবে না। সম্পাদনা : রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়