শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:২৬ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা বনের জমি অবৈধভাবে দখল করে শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ করছে তা উচ্ছেদ করতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফজলুল হক : [২] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা বনের জমি অবৈধভাবে দখল করে শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ করছে তা উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ অভিযান শুরু করতে হবে যারা কুঁড়েঘর নির্মাণ করে আছে সেখান থেকে নয়, শিল্প-কারখানা বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান হাইরাইজ বিল্ডিং নির্মাণ করে আছে সেখান থেকে। তবে যারা গরীব অসহায় বনের জমিতে বাড়ী বানিয়ে আছে তাদের বিকল্প ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ না করার পরামর্শ দেন।

[৩] পরিবেশকে বাঁচাতে হলে বন রক্ষার বিকল্প নেই এইজন্য সবার সহযোগিতা প্রয়োজন। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে "বনের জমি অবৈধ জবরদখল মুক্তকরণ পরিবেশ দূষণ, নদী দখল ,দুষণ রোধকল্পে" বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

[৪] মন্ত্রী বলেন, ১৯৮৭ সনে বনের গেজেট হয়েছে। বন বিভাগের জমির সাথে ব্যক্তিগত জমির সীমানা জটিলতাসহ নানা সমস্যা রয়েছে। দেখা যায় সিএসএ বন বিভাগের নামে এসএ রেকর্ড ব্যক্তির নামে আবার এস এ ,আরএসএ একটি জমির অর্ধেক বনবিভাগের নামে বাকি অর্ধেক ব্যক্তির নামে এরকম নানা জটিলতা রয়েছে এসব জটিলতা সমাধানের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। যারা নদী দখল করে আছেন তাদেরকেও উচ্ছেদ করা হবে। বর্তমান সরকার কাউকে ছাড় দিচ্ছেনা।

[৫] যারা অপরাধ করবে দখল করবে। তাদের বিরুদ্ধেই ব্যবস্তা গ্রহন করছে। এছাড়া বেশির ভাগ কারখানার কোন ইটিপি প্লান নেই। যাও আছে তা বন্ধ করে রাখা হয়। যার কারনে কারখানার দুষিত তরল বর্জ্য নদী নালা খাল বিলে গিয়ে পড়ে নদীর পানি দুষিত হচ্ছে। এসব বিষয়েও নজর দেওয়া দরকার। এখানে বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিগন আছেন। আপনারা প্রতিটি কারখানায় ইটিপি প্লান সচল রাখুন। যাতে নদী নালা খাল বিলের পানি দুষিত না হয়।

[৬] গাজীপুর জেলা প্রশাসনের আয়োাজনে কালিয়াকৈর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুর রাজ্জাক, বন সংরক্ষক আর এফ এম মুনিরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা ইউছুফ, সহকারী বনসংরক্ষক সাজেদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা ( বন্য প্রাণী) কাজল তালুকদার, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী হাফিজুল আমিনসহ প্রমুখ।

[৭] এছাড়াও অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও নদী কমিশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়