শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের অতিধনীরা সম্পদের মাত্র ১৫.৮ শতাংশ কর দেন

আসিফুজ্জামান পৃথিল: [২] জেফ বেজোস, অ্যালন মাস্কসহ ধনীদের কর ফাঁকি দেওয়ার তথ্য ফাঁস করাকে অবৈধ বলছে হোয়াইট হাউজ।

[৩] প্রোপাবলিকা নামে এক মার্কিন ওয়েবসাইট দাবি করেছে, জেফ বেজোস, এলন মাস্ক, ওয়ারেন বাফেটের মতো শীর্ষ ধনী ব্যক্তিরা আয়কর প্রায় দেন না বললেই চলে। অ্যামাজনের মালিক জেফ বেজেস ২০০৭ আর ১৭ সালে কোনও ধরনের আয়কর দেননি আর মাস্ক ২০১৮ সালে এক পয়সাও কর দেননি। বিবিসি

[৪] ওয়েবসাইটটি অবশ্য বলছে, তাদের কাছে এই ধনীদের আয়কর সংক্রান্ত বিপুলায়তনের তথ্যভাণ্ডার রয়েছে। সামনের দিনগুলোতে আরও তথ্য ফাঁস করার কথা জানিয়েছে তারা। প্রোপাবলিকার দেওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ধনী যে পরিমাণ কর দেন, তা তাদের কর্মীদের চেয়ে অনেক কম। ইকোনমিস্ট

[৫] আইনি কর কৌশল ব্যবহার করে বিত্তশালীরা সরকারকে দেওয়া করের পরিমাণ হয় একেবারে নগণ্য পরিমাণে নামিয়ে আনছেন অথবা শূন্যের কোঠায় নিয়ে যাচ্ছেন। অথচ গত কয়েক বছরে তাদের সম্পদের পরিমাণ বেড়েছে বিপুল পরিমাণে। বহু সাধারণ জনগণের মতই বিত্তশালীরাও দাতব্য কাজে অর্থ দান করার মাধ্যমে করে ছাড় পাচ্ছেন এবং তারা দেখাচ্ছেন তাদের উপার্জনের অর্থ বেতন থেকে আসছে না, আসছে বিনিয়োগ থেকে।

[৬] প্রোপাবলিকা ফোর্বস সাময়িকীর সংগৃহীত তথ্য ব্যবহার করে বলেছে এই ২৫জন শীর্ষ ধনকুবের মার্কিনির সম্মিলিত সম্পদের মূল্য ২০১৪ থেকে ২০১৮’র মধ্যে বেড়েছে ৪০১ বিলিয়ন ডলার। কিন্তু একই সময় তাদের দেয়া সম্মিলিত করের পরিমাণ মাত্র ১৩.৬ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়