শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে করোনায় নতুন শনাক্ত ৩৯ জন

সাদ্দাম হো‌সেন : [২] ঠাকুরগাঁওয়ে বর্তমানে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও মৃত্যুর হারও বাড়ছে।

[৩] বিধি নিষেধ থাকলেও রাস্তাঘাট, হাট-বাজার ও অন্যান্য স্থানে প্রচুর জনসমাগম হচ্ছে। এতে করে সংক্রমেনর ঝুকি বাড়ছে।

[৪] ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট ১ হাজার ৮৫১ জন আক্রান্ত হন।

[৫] এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৪ জন সহ জেলায় মোট আরোগ্য লাভ করেছেন ১ হাজার ৫৮৯ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ২ জন ব্যক্তি মৃত্যুবরণ করেন। জেলায় মোট ৪৩ জন মৃত্যুবরণ করেছেন।

[৬] গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১১৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৫ হাজার ৩শ জন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ১১৩ জন এবং মোট ৫ হাজার ২১৫ জন ছাড়পত্র পেয়েছেন।

[৭] প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৩৫১ জন। ২৪ ঘন্টায় আইসোলেসনে ছিলেন ৩৯ জন, অদ্যবাধি মোট ১ হাজার ৮৫১ জন আইসোলেশনে ছিলেন।

[৮] ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, জেলায় করোনা পরিস্থিতি একটু খারাপের দিকে। বালিয়াডাঙ্গী উপজেলার দওসুও, পাড়িয়া, বড় পলাশবাড়ী ইউনিয়ন, পৌর শহরের হাজীপাড়া, কালিবাড়ী এলাকাকে ঝুকিপুর্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

[৯] এছাড়া পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। যে সকল বাড়িতে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে তাদের বাড়িতে লাল পাতাকা টাঙ্গানো হচ্ছে। করোনা মোকাবেলায় সকলের সতর্কতামূলক সহযোগিতা কামনা করেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়