শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তথ্য ও সম্প্রচার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়া মনিটরিং করলে নেট দুনিয়ার অরাজকতা কমবে, অভিমত বিশ্লেষকদের

তানিমা শিউলি : [২]সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, নেট দুনিয়ার কদর্য সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে সোশ্যাল মিডিয়াকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে।

[৩] কন্টেন্ট, ভাষা ও কনটেক্সটের আলাদা নীতিমালা তৈরি করতে হবে। অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে একটি সীমারেখা তৈরি করে দিতে হবে।

[৪] ইচ্ছেমতো যেকোনো ধরনের ভিডিও বা লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে প্রকাশ করার সুযোগ রাখা যাবে না।

[৫] সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ মিডিয়া হিসেবে কাজ করে। সেক্ষেত্রে এমন একটি বুদ্ধিবৃত্তিক সামাজিক ক্ষেত্রকে লাগামহীন ঘোড়ার মতো ছেড়ে দেওয়া যায় না।

[৬] প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন বলেন, অনলাইন দুনিয়ার অরাজকতা ঠেকাতে সীমা অতিক্রমকারীদের আইনের আওতায় আনতে হবে।

[৭] একেকটি সমাজের প্রতিফলন ঘটে তাদের আচার-ব্যবহারের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার অপরাধ নিয়ন্ত্রণ করতে চাইলে, শুধু নীতিমালা প্রয়োগ করে কিছু হবে না, সমাজব্যবস্থায় পরিবর্তন আনতে পারলে সুষ্ঠু সমাধান সম্ভব।

[৮] অপরাধ বিজ্ঞানী ড. জিয়া রহমান বলেন, নৈতিকতা, সামাজিক অনুশাসন, পারিবারিক সম্পর্ক আলগা হয়ে যাওয়ার কারণে অনলাইনে তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে।

[৯] যে মাধ্যমে ব্যবসা জড়িত থাকে সেখানে নেতিবাচকতা চলেই আসে। ফিল্টারিং চালু করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়